আফগানিস্তানের বিরুদ্ধে জঘন্য হারে ক্ষুব্ধ বাংলাদেশের জনতা, ক্রিকেটারদের ধরে দিলেন উত্তম-মধ্যম !! 1

ক্রিকেট বিশ্ব অন্যতম জনপ্রিয় দল হলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে, বাংলাদেশ দলের গত কয়েক বছরের পারফরম্যান্স খুবই খারাপ। বাংলাদেশ দলের পারফরম্যান্স এতটাই নিম্নমুখী হয়েছে যে দেশের ভক্তরা খেলোয়াড়দের উপর চড়াও হয়ে উঠেছে। সদ্য, আবুধাবিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তান। বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে ব্যর্থতার পর একদিনের সিরিজেও শোচনীয় অবস্থা বাংলাদেশের। ২০০ রানের হারে দেশের বাইরে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে দ্বিতীয় ম্যাচে ৮১ রানে এবং তৃতীয় ম্যাচে ২০০ রানের ব্যবধানে হেরে সিরিজটি শেষ করেছে।

বিক্ষোভের মুখে বাংলাদেশ

বাংলাদেশ
Bangladeshi Fans | Image: Twitter

লজ্জার সিরিজ শেষে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিমানবন্দর থেকে নামার পরই শুরু হয় বিক্ষোভ। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে বার হওয়ার সময় বেশ কিছু সমর্থক তাদের বিদ্রুপ করেন। কিছু দর্শক ক্রিকেটারদের প্রতি স্লোগান দেন এবং একাধিক গাড়িতে পাথর নিক্ষেপ করন তারা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করতে হয়। এ ঘটনায় কষ্ট পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ।

Read More: “হাল ছাড়িনি..”, চলবে না গম্ভীরের দাদাগিরি, ২০২৭ বিশ্বকাপ খেলবেন বলে বার্তা দিলেন বিরাট !!

আবেগ ঘন বার্তা নাঈমের

বাংলাদেশ
Naim Sheikh | Image: Twitter

দেশে ফেরার পর নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের কাছে ভালবাসা ও সহনশীল সমালোচনার অনুরোধ জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সমর্থকদের সংযত থাকারও অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটার। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “আমরা যারা মাঠে নামি আমরা সবাই দেশের নাম নিয়ে মাঠে নামি। লাল সবুজ (পতাকা) রংটি বুকে নিয়ে নয় এই রং আমাদের রক্তে মিশে রয়েছে।প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।

তিনি আরও বলেন যে, “হ্যাঁ, কখনো আমরা সফল হয়েছি আবার কখনও সেটা পারিনা। জয় – পরাজয় খেলার অঙ্গ। হারলেআপনাদের কষ্ট হয় সেটা জানি। আবার রাগ ও হয়, কারণ দেশটাকে আপনারাও আমাদের মতন ভালো বসেন। কিন্তু আজ যেভাবে আমাদের গালিগালাজ করা হলো, গাড়িতে হামলা করা হলো, তা সত্যিই কষ্ট দিয়েছে।” সবশেষে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, “(আপনাদের থেকে) ভালোবাসা চাই, ঘৃণা নয়। আমরা আবার ঘুরে দাঁড়াবো দেশের জন্য ও আপনাদের জন্য।” এখন দেখার, আফগানিস্তানের কাছে হারের ধাক্কা ভুলে বাংলাদেশ জয়ে ফিরতে পারে কি না। বাংলাদেশ আবার ১৯ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে চলেছে।

Read Also: পদত্যাগ করছেন অজিত আগরকর, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই এলো চাঞ্চল্যকর খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *