সৌরভ গাঙ্গুলির জন্য আজও কাদেঁন এক অভিনেত্রী, পথ চেয়ে করেন নি সংসার !! 1

Sourav Ganguly: বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বহু ক্রিকেটারই বলিউড নায়িকাদের প্রেমে জড়িয়েছিলেন এবং অনেকের সম্পর্ক বিয়ে পর্যন্ত টিকে গিয়েছে। যেমনটা বিরাট কোহলি (Virat Kohli) ও আনুশকা শর্মার (Anushka Sharma) জুটি। এছাড়াও, অনেক জুটি রয়েছেন যারা ক্রিকেট ও বলিউডের সঙ্গে সম্পর্ক রাখে। তবে, সব সম্পর্ক বিবাহ জীবন পর্যন্ত টিকতে পারেনি। আবার কিছু ভালোবাসা শেষ হয়েছে একতরফা ভাবেই। যেটারই বড় উদাহরণ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ও অভিনেত্রী নাগমার প্রেম কাহিনী।

সৌরিভের প্রেমে পাগল ছিলেন এই অভিনেত্রী

nagma-is-still-unmarried-for-sourav-ganguly
Sourav Ganguly and Nagma | Image: Twitter

বয়স ৫০ পেরিয়েছে তবুও সৌরভকে ভালোবেসে এখনও পর্যন্ত অবিবাহিতই থেকে গেছেন তিনি। একসময় ক্রিকেটের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ছিলেন অনেক তরুণীর স্বপ্নের রাজকুমার। শোনা যায়, ৯০ এর দশকের নায়িকা নাগমা তৎকালীন ভারত অধিনায়ক সৌরভের প্রেমে হাবুডুবু খেতেন। তবে সেসময় সৌরভ ছিলেন বিবাহিত। সে কারণে আর স্ত্রী ডোনাকে ছেড়ে নাগমার পিছনে দৌড়াননি সৌরভ।

Read More: প্রতিকূলতাও দমাতে পারেনি MS ধোনি’কে, অনুপ্রাণিত করবে তাঁর ‘মাহি’ থেকে ‘ক্যাপ্টেন কুল’ হয়ে ওঠার জার্নি !!

প্রসঙ্গত, ২০০১ সাল নাগাদ যখন সৌরভ ব্যাট হাতে দুরন্ত ফর্মে তখন দক্ষিণী নায়িকা নাগমার সাথে সৌরভের সম্পর্কের গুঞ্জন শোনা যেত। অন্ধ্রের একটি মন্দিরে গোপনে দুজনের গাঁটছড়া বাঁধার কথাও উঠে এসেছিল। তবে, সেই খবর প্রকাশ্যে আসতেই নাকি সৌরভ নাগমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। তখন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ভারত ম্যাচ হারলেই নাগমাকে দোষারোপ করা হত। ২০০৯ সালে অবশ্য সৌরভকে নিয়ে মুখ খোলেন নাগমা। সাক্ষাৎকারে সৌরভের নাম না নিয়েই ইঙ্গিতে বুঝিয়ে দেন যে তিনি অতীত ভুলতে পারেননি।

নাগমা এখনও অবিবাহিত

Sourav ganguly
Nagma | Image: Twitter

মন্তব্য করে নাগমা বলেছিলেন, “জীবনে ফেলে আসা সেই গুরুত্বপূর্ণ অতীত নিয়ে কখনও ভুলতে পারবো না।” নাগমার এই বয়ানের থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি সৌরভের প্রেমেই পড়েছিলেন এবং ভারতীয় দলের এই কিংবদন্তি তারকার জন্য এখনও সিঙ্গেল রয়েছেন তিনি। সৌরভ বা নাগমা কখনও প্রকাশ্যে তাদের নাম করেননি। তবে, ২০২০ সাল নাগাদ আবার চর্চায় উঠে এসেছিলেন এই দক্ষিণী নায়িকা। আসলে, টুইটারে সৌরভ গাঙ্গুলিকে তিনি জন্মদিনের শুভেচছা জানাতেই নেটিজেনরা তাদের পুরানো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে দেয়।

Read Also: Sourav Ganguly: “একদম অন্য রকম..”, অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ, জানিয়ে দিলেন সিরিজের ভবিষ্যত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *