অবসরের সিদ্ধান্তে ইউ-টার্ন ক্রিকেট কিংবদন্তির, মাঠে নামতে চান নিজের ছেলের সাথে !! 1

আফগান ক্রিকেটের অন্যতম স্তম্ভ মহম্মদ নবি (Mohammad Nabi)। ২০০৯ সালে প্রথম যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলো আফগানিস্তান, তখন থেকে দলে রয়েছেন তিনি। ধীরে ধীরে বহু বাধাবিপত্তি পেরিয়ে গত দেড় দশকে দলকে পৌঁছে দিয়েছেন সেরাদের তালিকায়। ২০১৫ সালে প্রথম যেবার ওডিআই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিলো আফগান’রা, সেবার স্কোয়াডে ছিলেন নবি (Mohammad Nabi)। খেলেছেন ২০১৯ ও ২০২৩-এর বিশ্বকাপ’ও। গত কয়েক বছর পাকিস্তান ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের সাদা বলের ফর্ম্যাটে হারিয়েছে আফগানিস্তান। সেই সাফল্যের নেপথ্যে অন্যতম স্তম্ভ ছিলেন নবি। ৪০ পেরোনো তারকা দিনকয়েক আগে ঘোষণা করেছিলেন যে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই সরে যেতে চান পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে। কিন্তু মত পরিবর্তন করেছেন তিনি। আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সেই কথা।

Read More: রাঁধুনি না নিয়ে গিয়েও পছন্দের খাবার খেলেন বিরাট, ভাঙলেন বিসিসিআইয়ের নিয়মাবলী !!

পুত্রের সাথে ক্রিকেট খেলতে চান নবি-

অবসরের সিদ্ধান্তে ইউ-টার্ন ক্রিকেট কিংবদন্তির, মাঠে নামতে চান নিজের ছেলের সাথে !! 2

অবসরের সিদ্ধান্তে ইউ-টার্ন নিচ্ছেন মহম্মদ নবি (Mohammad Nabi)। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “হয়ত এখনই ওয়ান ডে থেকে অবসর নেব। সম্ভবত আমি কম ওয়ান ডে খেলব, যাতে তরুণ প্রতিভারা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। আমি সিনিয়র খেলোয়াড়দের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ খেলাগুলো খেলতে পারি। দেখা যাক। সবটাই আমার ফিটনেসের উপর নির্ভর করছে।” মহম্মদ নবি’র জ্যেষ্ঠ পুত্র হাসান এইসাখিল’ও (Hassan Eisakhil) পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটকেই। গত বছর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের জার্সি গায়ে মাঠেও নেমেছিলেন তিনি। পুত্রের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য অভিজ্ঞতা অর্জন করতে চান আফগান কিংবদন্তি। “এটা আমার স্বপ্ন। আশা করি সেটা পূরণ হবে। ও খুবই ভালো করছে। ও খুব পরিশ্রমী আমিও ওকে কঠোর পরিশ্রম করারই পরামর্শ দিচ্ছি,” জানিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার।

এখন পুত্রকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখতে চান নবি (Mohammad Nabi)। “আমি চাই ও নিজের লক্ষ্য নিজেই স্থির করুক। যদি উঁচুমানের ক্রিকেটার হতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে। ৫০-৬০ করলেও তা যথেষ্ট নয়। আপনাকে ১০০’র বেশী রান করতে হবে। ও কথা শোনে, সবসময় খাটে। যখন ও আমার সাথে কথা বলে আমি ওকে পরামর্শ দিই, খেলার জন্য আত্মবিশ্বাস যোগাই,” মন্তব্য গর্বিত পিতার। গত বছর ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পা দিয়েছিলো আফগানরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছে তারা। নবি জানিয়েছেন, “জোরকদমে প্রস্তুতি চলছে। আমি বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলতে ব্যস্ত ছিলাম। ওখানে খেতাব জিতেছি। আবু ধাবিতে জাতীয় দলের সাথে তিনটে প্র্যাক্টিস সেশনে যোগ দিয়েছিলাম। ফিট রয়েছে।”

মহম্মদ নবির কেরিয়ার পরিসংখ্যান-

Mohammad Nabi | ক্রিকেট | Image: Getty Images
Mohammad Nabi | Image: Getty Images

আফগানিস্তানের জার্সিতে ১৭০টি একদিনের ম্যাচ খেলেছেন মহম্মদ নবি (Mohammad Nabi)। ১৪৮ ইনিংসে ২৭.৪০ গড়ে তাঁর সংগ্রহ ৩৬১৮ রান। রয়েছে ২টি শতরান ও ১৭টি অর্ধশতরান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১৭২টি উইকেটও নিয়েছেন তিনি। ১৩২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। করেছেন ২২৩৭ রান। গড় ২২.৮৯। স্ট্রাইক রেট ১৩৬.২৩। রয়েছে ৬টি অর্ধশতক। ৮৯টি উইকেটও রয়েছে তাঁর। লাল বলের ফর্ম্যাটে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৩টি ম্যাচে। ৩৩ রানের পাশাপাশি ঝুলিতে রয়েছে ৮টি উইকেট। ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার বিশাল অভিজ্ঞতা রয়েছে নবি’র (Mohammad Nabi)। সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন বিবিএল। এছাড়া পিএসএল, বিপিএল, সিপিএলের মত লীগেও নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘ কেরিয়ারে ৪৩১ টি-২০ ম্যাচে ৬১৩৫ রান ও ৩৬৯ উইকেট রয়েছে নবি’র।

Also Read: CT 2025 PAK vs NZ Preview: মর্যাদার ম্যাচে জয়ের সন্ধানে পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই সাফল্য চায় কিউইরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *