আইপিএলে বেটিং চক্রের রহস্যময় গতিবিধি, এই ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্ক করলো বিসিসিআই !! 1

IPL 2025: আইপিএল মানে ক্রিকেটের উন্মাদনার সঙ্গে সঙ্গে বিপুল অর্থের মেলবন্ধন। ফ্রাঞ্চাইজি দলগুলির সঙ্গে অসংখ্য ছোটো বড়ো কম্পানির মালিকরা জড়িয়ে আছেন। অন্যদিকে এই টুর্নামেন্টকে ঘিরে প্রতিবছরই এক অন্ধকার জগৎ মাথাচাড়া দিয়ে ওঠে। বারবার সামনে আসে ম্যাচ গড়াপেটার অভিযোগ। বেটিং চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন অনেক ক্রিকেটাররাও। এবার চলতি আইপিএলেও বেটিংয়ের অন্ধকার জগতের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে খবর সামনে আসছে। ফলে আগে থেকেই সতর্কতা জারি করলো বিসিসিআই (BCCI)।

Read More: আইপিএলে পাকিস্তানের কু-নজর, চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ৩ তারকা ক্রিকেটার !!

আইপিএলে বেটিংয়ের কালো ছায়া-

আইপিএলে বেটিং চক্রের রহস্যময় গতিবিধি, এই ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্ক করলো বিসিসিআই !! 2
IPL 2025 | Image: Getty Images

চলতি আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত ৩০-এর ওপর ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। এই বছরও ম্যাচ ফিক্সিংয়ের দু-একটি অভিযোগে সামনে এনেছেন ক্রিকেট ভক্তরা। উপযুক্ত প্রমাণ না থাকায় বিষয়গুলি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি বিসিসিআই (BCCI)। তবে এবার বেটিংয়ের কালো নজর আরও গভীরে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ সামনে এসেছে। এমনকি বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআই। ইতিমধ্যে প্রতিটি ফ্রাঞ্চাইজি দলগুলিকে সতর্ক করা হয়েছে। প্রতিটি ক্রিকেটারদের চলাফেরা পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। সূত্র অনুযায়ী হায়দ্রাবাদের একজন রহস্যময় ব্যবসায়ী আইপিএলের সাথে যুক্ত ক্রিকেটার, কোচ সহ ধারাভাষ্যকারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন।

হায়দ্রাবাদের ব্যবসায়ী রহস্যময় গতিবিধি-

আইপিএলে বেটিং চক্রের রহস্যময় গতিবিধি, এই ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্ক করলো বিসিসিআই !! 3
IPL 2025 | Image: Getty Images

এই ব্যবসায়ীর সঙ্গে বুকিদের সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি ক্রিকেটারদের হোটেলে ভক্ত সেজে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। দামি উপহার সহ টাকার প্রলোভন দেখিয়ে আইপিএলের (IPL 2025) সাথে যুক্ত সদস্যদের ফাঁদে ফেলতে পারেন। এমনকি বিদেশি তারকা ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছেন এই ব্যবসায়ী বলে অভিযোগ সামনে এসেছে। দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা সংস্থা এসিএসইউ ফ্রাঞ্চাইজিগুলিকে জানিয়েছে যে এই হায়দ্রাবাদের ব্যবসায়ীর সঙ্গে দলের কোনো সদস্য যাতে না যোগাযোগ করতে পারে সেই দিকে নজর দিতে। উল্লেখ্য এর আগে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং এবং গড়াপেটার অভিযোগ সামনে এসেছিল। যার জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছর টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। শ্রীসান্থ সহ ৩ জন ক্রিকেটার দোষী সাব্যস্ত হয়েছিলেন।

Read Also: IPL 2025: বড় ধাক্কা কাব্য মারানের, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেল এই বিদেশি খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *