IPL 2025: ভারত-পাক উত্তেজনার জেরেই এবার সুখবর পেল বাংলাদেশ! চলতি আইপিএলে বাঁকি ম্যাচগুলি খেলার জন্য ডাক পেলেন তারকা বাংলাদেশী ক্রিকেটার। পদ্মাপাড়ের তারকা ক্রিকেটার এবার যুক্ত হলেন তার পুরানো ফ্রাঞ্চাইজিতেই। ভারত এবং পাকিস্তানের অন্তদ্বন্ধের কারণে প্রায় ৯ দিন বন্ধ ছিল আইপিএল। ১৭ মে থেকে আবার টুর্নামেন্ট শুরু হওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। নতুন সূচিপত্র প্রকাশ করেছে বিসিসিআই। পাশাপশি, ভারতীয় ক্রিকেট বোর্ড ছয়টি শহরকে বাছাই করে নিয়েছে টুর্নামেন্টের বাঁকি ম্যাচগুলি করানোর জন্য। মাঝে কয়েকদিন খেলা বন্ধ থাকার কারণে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় ভারতে আইপিএল খেলতে আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন। বদলি হিসেবে অন্য খেলোয়াড়দের শামিল করার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাঁকি ম্যাচ গুলিতে দেখা যাবে না তারকা খেলোয়াড়কে

দিল্লি ক্যাপিটালস দলের তারকা অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) সই করলা দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমের শেষ পর্যন্ত দিল্লির তারকা পেসারকে দেখতে পাওয়া যাবে। চলতি আইপিএলে প্রায় ১২ জন বাংলাদেশি খেলোয়ার নাম লিখেছিলেন তবে কেউই এই মৌসুমের জন্য বিক্রি হননি। যে কারণে মন ভেঙেছিল বাংলাদেশি খেলোয়াড়দের। তবে এবার আইপিএল (IPL 2025) বন্ধ হওয়াতে ভাগ্য খুললো মুস্তাফিজুরের। বাঁকি ম্যাচগুলোর জন্য দিল্লি দলের হয়ে উপলব্ধ থাকবেন বলেই জানিয়ে দিয়েছেন তিনি। প্রথমাংশের ম্যাচগুলি ফিজকে না দেখতে পাওয়া গেলেও দিল্লির বাকি ম্যাচগুলিতে তাকে প্রতিনিধিত্ব করতে দেখতে পাওয়া যাবে। এর আগেও এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি।
Read More: IPL 2025: কলকাতার প্লে অফে পৌঁছানোর স্বপ্ন এবার শেষ, বাকি ম্যাচগুলির জন্য ফিরছেন না এই তারকা অলরাউন্ডার !!
দিল্লি দলে ফিরলেন তারকা পেসার

চলতি আইপিএলে ছন্দ হারিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের তারকা ওপেনার জেক। এরপর একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। আইপিএল বন্ধ হতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশ থেকে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই তার পরিবর্তন হিসেবে মুস্তাফিজুরকে দলে শামিল করল দিল্লি ক্যাপিটাল। মুস্তাফিজুর আইপিএলে বেশ কয়েকটি মরশুমে খেলেছেন। প্রথম মৌসুমেই তিনি সেরা তরুণ খেলোয়াড় হয়েছিলেন আইপিএলের মঞ্চে। যদিও পরবর্তী সময়ে সেভাবে সফল হতে পারেননি তিনি। গত মৌসুমে তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসে। তার আগে দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলতে দেখা গিয়েছে তাঁকে। এই মৌসুমে ফের দিল্লির জার্সি গায়ে চাপাবেন তিনি। যদিও তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে।