IPL থেকে পাচ্ছেন না এক টাকাও, মুস্তাফিজুরের জন্য বন্ধ হল সমস্ত রাস্তা !! 1

আইপিএলের (IPL 2025) ইতিহাসে একাধিক বিতর্কিত ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল। স্পট ফিক্সিং থেকে পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দেওয়া বিশ্ব ক্রিকেট মহলে রীতিমতো হইচই ফেলে দেয়। এবার এই লিগের নতুন মরসুমের আগেই মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার কারণে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই এবার বাদ পড়ার পর মুস্তাফিজুর নিলামে পাওয়া বিপুল অর্থ পাবেন কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

Read More: মুস্তাফিজুরের বদলি খুঁজে পেল KKR, শাহরুখ খানের চোখের বিষ নিচ্ছেন এন্ট্রি !!

IPL থেকে বাদ তারকা পেসার-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

আইপিএল নিলামের মাধ্যমে ক্রিকেটারদের বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলি। গত বছর মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পায়নি। তবে এই বছর মিনি নিলামের মাধ্যমে কপাল খোলে মুস্তাফিজুর রহমানের। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে এই তারকাকে দলে নিয়ে রীতিমতো চমক দেয়। এটাই ছিল কোনো বাংলাদেশের ক্রিকেটারের আইপিএলে পাওয়া সর্বোচ্চ দাম।

কিন্তু মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর থেকেই ক্ষোভের মুখে পড়েন শাহরুখ খান (Sharukh Khan)। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিবেশী এই দেশ থেকে সাম্প্রতিক সময় মাঝেমধ্যেই ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এছাড়াও এই দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এই কারণে শেষ পর্যন্ত বিসিসিআই (BCCI) ভারতীয় সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে মুস্তাফিজুরকে আইপিএল থেকে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মুস্তাফিজুর পাচ্ছেন না টাকা-

Kkr ipl
Mustafizur Rahman | Image: Getty Images

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অপমান মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তারা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ভারতে দল পাঠাবে না। তবে এর মধ্যেই মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন সামনে উঠে এসেছিল। নিয়ম অনুযায়ী নিলামে কেনার পর যদি কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলে তাহলে সব টাকা দিতে হবে।

কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বিসিসিআইয়ের (BCCI) ছিল। চোট বা শৃঙ্খলাভঙ্গের যুক্তিও এখানে প্রযোজ্য হচ্ছে না। তবে সাধারণত ৫০ শতাংশ টাকা ইন্স্যুরেন্সের জন্য দেওয়া হয়ে থাকে। তবে সেটাও পাবেন না বলেই খবর সামনে এসেছে। এই বিষয়ে এক বিসিসিআইয়ের কর্মকর্তা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ইন্স্যুরেন্স দাবিও কেউ করতে পারবে না। কেকেআরকে কোন‌ও টাকা দিতে হবে না। এটা মুস্তাফিজুরের জন্য সত্যিই খারাপ বিষয়। ফলে তার কাছে আইনি পথে হাঁটা ছাড়া কোন‌ও উপায় নেই। কিন্তু আমার মনে হয় কোনো বিদেশি ক্রিকেটার এই সিদ্ধান্ত নেবেন না।”

Read Also: বাংলাদেশের অনুরোধ মেনে নিল ICC, ভারতের বাইরে হবে টাইগারদের টি২০ বিশ্বকাপের সমস্ত ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *