ভারতীয় ক্রিকেটের সার্বিক উন্নতির ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আইপিএলের (IPL 2026) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই টুর্নামেন্টে তরুণ ক্রিকেটাররা বিদেশি তারকাদের সঙ্গে একই মঞ্চে খেলার সুযোগ পান। নিজেদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করে এগিয়ে যান অনেকেই। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তিলক বর্মার (Tilak Varma) মতো তারকারা মূলত আইপিএল থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা করে নিয়েছেন। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আসন্ন মরসুমের আগেই এবার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের সিদ্ধান্ত পরিবর্তনেও হবে না কোনো সমাধান।
Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!
আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর-

মুম্বাই হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারত সমস্তরকমভাবে সম্পর্ক ছিন্ন করে। এরপরই আইপিএলে পাক ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হয়। সাম্প্রতিক সময় বাংলাদেশ থেকে ভারতবিদ্বেষী আওয়াজ ওঠায় এই প্রতিবেশী দেশের সঙ্গেও সম্পর্ক উত্তাল পরিস্থিতিতে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবি সমগ্র বিশ্বে সমালোচিত হচ্ছে।
এই কারণে এক অংশ ভক্তরা চাইছিলেন আইপিএল থেকে বাংলাদেশী ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হোক। এই আবহে কলকাতা নাইট রাইডার্স মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। এটাই এখনও পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। কিন্তু বিসিসিআই ভারতীয় সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে এই তারকা পেসারকে দল থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। নাইট রাইডার্স ইতিমধ্যেই মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিয়েছে।
বিপাকে কলকাতা নাইট রাইডার্স-

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। অপমানিত বোধ করেছে বিসিবি (BCB)। তারা ইতিমধ্যেই আইসিসিকে (ICC) বিষয়টি জানিয়েছে বলে খবর সামনে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ভারতের দল পাঠাবে না বলে বিবৃতি দিয়ে চাপ বাড়াচ্ছেন কর্মকর্তারা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আইসিসির নির্দেশে আইপিএলে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে পারে বিসিসিআই।
সেইক্ষেত্রে নাইট রাইডার্সকে এই ক্রিকেটারকে দলে রাখতে বাধ্য হবে। কিন্তু সূত্র অনুযায়ী এই তারকার এনওসি বাতিল করেছে বিসিবি। ফলে মুস্তাফিজুর আইপিএল খেলার ছাড়পত্র পেলেও নাইট বাহিনীদের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এর ফলে চাপের মুখে পড়বে শাহরুখ খানের দল। অন্যদিকে গত বছর আইপিএলে ফর্মে ছিল না কলকাতা। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। ফলে আজিঙ্কা রাহানেরা এই বছর ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই চালাচ্ছে ।