IPL 2025: আবারও পুরনো ছন্দে ক্রিকেটপ্রেমীদের জন্য ফিরতে চলেছে এই বছরের আইপিএলে। তবে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্থগিত থাকার জন্য এই টুর্নামেন্টে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বেশকিছু বিদেশি তারকা একাধিক কারণে আইপিএলের (IPL 2025) ফ্রাঞ্চাইজি দলগুলির সঙ্গে বাকি মরসুমের জন্য যোগ দেবেন না। ফলে ইতিমধ্যেই পরিবর্ত ক্রিকেটার খুঁজতে শুরু করেছে দলগুলি। আজ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) বদলে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নেওয়ার সংবাদ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু এই বাংলাদেশি তারকার এই বছর আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
Read More: বিরাট-রোহিতের পর শামি’র টেস্ট অবসর নিয়েও শুরু জল্পনা, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পেস তারকার !!
দিল্লি দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর-

দীর্ঘদিন দিন ধরে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) আইপিএলের একাধিক দলের হয়ে অংশগ্রহণ করেছেন। ২০২২ এবং ২০২৩ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের (DC) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে সুযোগ পেয়ে এই বাংলাদেশি পেসার রীতিমতো জ্বলে উঠেছিলেন। এই মরসুমে ৯ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। অন্যদিকে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বছরের আইপিএল মাঝপথে স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে ২০২৫ আইপিএল। কিন্তু বাকি টুর্নামেন্টের জন্য দিল্লি ক্যাপিটালসের বিস্ফোরক ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) আর ফিরবেন না। ফলে কর্মকর্তারা আজ মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বদলি হিসেবে নেওয়ার খবর প্রকাশ করেন। উল্লেখ্য এই তারকা পেসার ৬ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।
মুস্তাফিজুরকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা-

দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ার খবর জানিয়ে দিলেও তার এই বছর আইপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সিইও নাজিম উদ্দিন চৌধুরী (Nazim Uddin Chowdhury) জানিয়েছেন মুস্তাফিজুর (Mustafizur Rahman) এখনও আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পাননি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “সূচি অনুযায়ী মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা। আইপিএল কর্মকর্তাদের কাছ থেকে আমরা কোনো বার্তা পাইনি। মুস্তাফিজুর রহমানও আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।” উল্লেখ্য আইপিএল চলাকালীন আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবে টাইগার বাহিনী। এই সিরিজে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ আছে ১৭ এবং ১৯ মে। অন্যদিকে পাকিস্তানে বিপক্ষে বাংলাদেশ ২৫, ২৭ এবং ৩০ মে ও ১ ও ৩ জুন মাঠে নামবে। উল্লেখ্য দিল্লি ক্যাপিটালস (DC) আইপিএলে তাদের লিগ পর্বের শেষ ৩ ম্যাচে ১৮, ২১ এবং ২৪ মে মাঠে নামবে।