IPL-এর হতাশা পেরিয়ে নতুন লড়াই শুরু মুস্তাফিজুর রহমানের, যোগ দিচ্ছেন PSL-এর মঞ্চে !! 1

আইপিএলের (IPL) মত বিরাট মঞ্চ থেকে বাদ পড়াটা একটি দুর্ভোগের বিষয়। সম্প্রতি আইপিএলের মঞ্চে বিশাল বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশি বামহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বাংলাদেশি এই তারকাকে আইপিএল থেকে নির্বাসিত করা হয়েছে। এবারের আইপিএলে রেকর্ড সমান ৯ কোটি ২০ লক্ষ টাকায় কেকেআর দলে শামিল হয়েছিলেন ফিজ। তবে, বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর হামলার পর  চুক্তি হারালেন মুস্তাফিজুর। তবে, চুক্তি বাতিল হলেও হতাশার কিছু নয়, বরং নতুন সম্ভাবনার দিকেই নজর রয়েছে তাঁর। আইপিএল থেকে নির্বাসিত হয়ে মুস্তাফিজুরের চোখ এখন পাকিস্তান সুপার লিগে (PSL)।

PSL’এ নতুন অধ্যায়ের পথে মুস্তাফিজুর

Kkr ipl, মুস্তাফিজুর রহমান
Mustafizur Rahman | Image: Getty Images

বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দল থেকে বাদ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, এই ঘটনা মানসিকভাবে ভেঙে দেবে বাংলাদেশের এই পেসারকে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। তিন দিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগের (PSL) সরকারি ওয়েবসাইটে তাঁর নাম উঠে আসে। পিএসএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মুস্তাফিজুর রহমান লিগের ১১তম আসরের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন।

Read More: রহস্যময়ীর সঙ্গে প্রেম আদান-প্রদান শ্রেয়সের, ভিডিও ভাইরাল হতেই শুরু চর্চা !!

সমাজমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে লেখা হয়েছে, “ব্যাটারদের সতর্ক থাকতে হবে।” পিএসএলের মঞ্চে করা এই পোস্টে উদ্বেগ আরও বেড়ে যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পরে পোস্ট। সূত্রের দাবি, আইপিএল বিতর্ক কাটিয়ে ওঠার পর পাক লীগ কর্তারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে মুস্তাফিজুর বাংলাদেশের প্রিমিয়ার লীগ বিপিএলে খেলছেন। বিপিএলের মঞ্চে অসাধারণ প্রদর্শন দেখাচ্ছেন মুস্তাফিজুর।

আইপিএলের হতাশা পেরিয়ে নতুন লড়াই শুরু ফিজের

IPL-এর হতাশা পেরিয়ে নতুন লড়াই শুরু মুস্তাফিজুর রহমানের, যোগ দিচ্ছেন PSL-এর মঞ্চে !! 2
Mustafizur Rahman | Image: Gettt Images

দ্বিতীয় বারের জন্য আইপিএলের বদলে পিএসএলে মঞ্চ কাঁপাতে দেখতে পাওয়া যাবে মুস্তাফিজুরকে। দলের সহকারী কোচ মহম্মদ আশরাফুল জানিয়েছেন, মুস্তাফিজর কোনও আলোচনা বা বিতর্কে আগ্রহী নন। তিনি আরো বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই বা আইসিসি- কিছু নিয়েই ও মাথা ঘামাচ্ছে না। শুধু নিজের বোলিং আর পরের ম্যাচটাই ভাবছে।” ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পিএসএল। উল্লেখযোগ্য বিষয়, ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজুর। সাত বছর পর ফের সেই লিগে ফেরা মানে শুধুই প্রত্যাবর্তন নয়, বরং নিজের যোগ্যতার নতুন করে প্রমাণ দেওয়ার সুযোগ।

Read Also: “দেখলেই অনেক কিছু…” বিরাট কোহলির উপর ফিদা বৈষ্ণবী শর্মা, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *