আইপিএলের (IPL 2025) মঞ্চে বিশ্বের প্রতিটি প্রান্তের ক্রিকেটাররা অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলিতে জায়গা করে নেন অনেকেই। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এই গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি লিগে পাক ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের মাটি থেকে ভারত বিদ্বেষী মনোভাব উঠে আসার কারণে এই দেশের ক্রিকেটারদেরও নিষিদ্ধ করার জন্য দাবি তুলছেন ভক্তরা। এর মধ্যেই মিনি নিলামে সম্প্রতি রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কিনে বিতর্কের মধ্যে পড়েছেন শাহরুখ খান (Sharukh Khan)। কিন্তু বিতর্কের মুখে পড়ায় এবার কেকেআরের (KKR) জার্সিতে খেলা হবে না এই তারকা পেসারের।
Read More: নিউজিল্যান্ড সিরিজের আগেই অবসর নিলেন তারকা ব্যাটসম্যান, বছরের শুরুতেই ভাঙল ভক্তদের হৃদয় !!
কলকাতায় মুস্তাফিজুর রহমান-

আইপিএলে গত কয়েক মরসুমে বিশেষ নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো সফল দলের হয়েও অংশগ্রহণ করেছেন। তবে গত বছর মেগা নিলামে অবিক্রিত থেকে যান এই তারকা। তবে টুর্নামেন্টের মাঝেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের (Jake Fraser McGurk) পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে যুক্ত হন। ৩ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা। অনেকেই মনে করেছিলেন এবার মিনি নিলামে দেশের সম্মানকে এগিয়ে রেখে কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটারদের দলে জায়গা দেবে না।
কিন্তু মিনি নিলামে মুস্তাফিজুরকে কেনরা জন্য চেন্নাই সুপার কিংস প্রথম থেকেই আগ্ৰহ প্রকাশ করতে থাকে। এরপর মাঠে নেমে পড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারা শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ টাকায় এই তারকা পেসারকে দলে তুলে নেয়। যেখানে ভিত্তি মূল্য ছিল মাত্র ১ কোটি টাকা। উল্লেখ্য এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সবচেয়ে বেশি আইপিএলের মূল্য।
আইপিএলে থেকে হবেন বাদ-

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ার পর ক্ষোভের মুখে পড়েছেন শাহরুখ খান (Sharukh Khan)। তাকে দেশদ্রোহীর তকমা পর্যন্ত দেওয়া হচ্ছে। রাস্তায় প্রকাশ্যে মারা উচিত বলেও উল্লেখ করছেন বেশ কিছু ক্রিকেট সমর্থক। এক জনপ্রিয় নেতার বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে। তিনি বলেন, “যদি রহমানের মতো ক্রিকেটার আমাদের দেশে খেলতে আসে তাহলে সে বিমানবন্দর থেকে বার হতে পারবে না। শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকের বোঝা উচিত যে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেই দেশের মানুষ তাকে জনপ্রিয় করেছে।
এইরকম পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে বিসিসিআই (BCCI)। বাংলাদেশি এই ক্রিকেটারের নিরাপত্তার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। অন্যদিকে সূত্র অনুযায়ী ভক্তদের আবেগকে সন্মান জানিয়ে মুস্তাফিজুরকে এবার দল থেকে বাদ দিতে চলেছেন শাহরুখ খান। ফলে বাংলাদেশী এই ক্রিকেটারকে আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে না। এই পদক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট সম্পর্ক কোন দিকে এগিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়।