IPL 2025: ট্রফি জয়ের স্বপ্নে জল দিল্লি ক্যাপিটালসের, আইপিএল থেকে বাদ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক !! 1

IPL 2025: খুব তাড়াতাড়ি আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই টুর্নামেন্টের পরিবর্তিত নতুন সূচি প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। ফলে ফ্রাঞ্চাইজিগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে বহু বিদেশি ক্রিকেটার সূচি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে জাতীয় দলের দায়িত্বকে এগিয়ে রাখার জন্য আর ভারতে ফিরবেন না। এর ফলে দলগুলি বর্তমানে সমস্যার মধ্যে রয়েছে। এবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বিস্ফোরক ব্যাটসম্যানের পরিবর্তে বাংলাদেশি তারকা পেসারকে দলে নিয়ে চমক দিলো।

Read More: বিরাট-রোহিতের পর শামি’র টেস্ট অবসর নিয়েও শুরু জল্পনা, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পেস তারকার !!

দিল্লিতে ফিরলেন মুস্তাফিজুর রহমান-

IPL 2025: ট্রফি জয়ের স্বপ্নে জল দিল্লি ক্যাপিটালসের, আইপিএল থেকে বাদ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক !! 2
Mustafizur Rahman | Images: Getty Images

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) দিল্লি ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ১৭ মে থেকে পুনরায় শুরু হলেও এই অস্ট্রেলিয়ান তারকা আর ভারতে ফিরবেন না বলে খবর সামনে আসছিল। এবার দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে এলো। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের পক্ষ খবরটি জানানো হয়েছে। উল্লেখ্য ২০২২ এবং ২০২৩ সালে মুস্তাফিজুর (Mustafizur Rahman) দিল্লির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ছিলেন। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা পেসার। এবার ৬ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে ফিরিয়ে আনলো। উল্লেখ্য অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কও সম্ভবত বাকি ম্যাচগুলির জন্য দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন না। ফলে বোলিং আক্রমণে মুস্তাফিজুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: অবসর নিতে চান নি কোহলি, বিসিসিআই-এর ভূমিকা সামনে আসতেই শুরু হইচই !!

প্লে অফের লড়াইয়ে চাপে দিল্লি-

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ চলাকালীন ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে কর্মকর্তারা বন্ধ করে দিতে বাধ্য হন‌। এরপর টুর্নামেন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। উল্লেখ্য এই বছর আইপিএলে অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস (DC) লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে প্রথম হাইভোল্টেজ ম্যাচে ১ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মতো শক্তিশালী দলকে পরাজিত করে অনেকটাই আত্মবিশ্বাস পায় দিল্লি। তবে শেষ ৩ ম্যাচের মধ্যে ২ দুটি ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। বর্তমানে দিল্লি ১১ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে ১৩ পয়েন্টের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে। প্লে অফে জায়গা করে নিতে হয়ে শেষ ৩ ম্যাচে অক্ষর প্যাটেলদের (Axar Patel) জয় তুলে নিতে হবে। কিন্তু এর মধ্যেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) মতো তারকা ব্যাটসম্যানের দলে না থাকা কর্মকর্তাদের চিন্তার মধ্যে রাখবে। পরবর্তী ম্যাচে ১৮ মে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের (DC vs GT) বিপক্ষে মাঠে নামবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *