IPL 2025: মাত্র ২ ম্যাচ খেলার জন্য ৬ কোটি টাকা, দিল্লিকে ফকির করবেন এই ক্রিকেটার !! 1

IPL 2025: আজ থেকে পুনরায় নতুন উদ্যমে আইপিএল শুরু হতে চলেছে। শনিবার হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে রবিবার হাইভোল্টেজ দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দুরন্ত ফর্মে থাকা গুজরাট টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হবে। অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে দিল্লি এই বছর আইপিএলে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলেছে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য এই দলটিও অন্যতম দাবিদার। তবে সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে বিপদে পড়েছেন কর্মকর্তারা। কোটি-কোটি টাকা ঢেলেও দিশা খুঁজে পাচ্ছে না দিল্লি।

Read More: আইপিএলের নাম শুনেই এক পায়ে খাড়া এই শ্রীলঙ্কান তারকা, PSL’কে পাকিস্তানে ছেড়ে এন্ট্রি নিলেন গুজরাটে !!

মাত্র দুই ম্যাচে খেলবে মুস্তাফিজুর-

IPL 2025: মাত্র ২ ম্যাচ খেলার জন্য ৬ কোটি টাকা, দিল্লিকে ফকির করবেন এই ক্রিকেটার !! 2
Mustafizur Rahman | Images: Getty Images

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে মাঝপথেই এই বছরের আইপিএল (IPL 2025) স্থগিত হয়ে গিয়েছিল। এর ফলে বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। আইপিএল শনিবার থেকে পুনরায় শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটার ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে যোগ দেবেন না। দিল্লি ক্যাপিটালস (DC) বাকি মরসুমে পাবে না ফাফ ডুপ্লেসিস (Faf du Plessis), মিচেল স্টার্ক (Mitchell Starc), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) মতো তারকাদের‌‌। ফলে বিকল্প ক্রিকেটার খোঁজা শুরু করে দিয়েছেন দলের কর্মকর্তারা। ইতিমধ্যেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) বদলে ৬ কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছে দিল্লি। কিন্তু এই বাংলাদেশি তারকা বর্তমানে আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য সফর করছেন। এরপর আইপিএলের বাকি সময়সূচির মধ্যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ফলে মাত্র ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছাড়পত্র দিয়েছে। এর ফলে এই বছর আইপিএলে মাত্র ২ টি ম্যাচ খেলতে পারবেন এই তারকা পেসার। উল্লেখ্য লিগ পর্বে ২১ মে অক্ষর প্যাটেলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৪ মে দিল্লি পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হবে তারা। এই দুটি ম্যাচে মুস্তাফিজুর (Mustafizur Rahman) মাঠে নামলেও দিল্লি যদি প্লে অফে জায়গা করে নেয় তাহলে এই তারকা পেসার পাবে না দল। ফলে ৬ কোটি টাকা দিয়ে কিনে কর্মকর্তাদের শুধু টাকা খরচ হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্লে অফের দৌড়ে দিল্লি-

IPL 2025: মাত্র ২ ম্যাচ খেলার জন্য ৬ কোটি টাকা, দিল্লিকে ফকির করবেন এই ক্রিকেটার !! 3
Delhi Capitals | Images: Getty Images

এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC) অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে প্রথম ম্যাচেই লখন‌উ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারিয়ে দুরন্ত শুরু করে দিল্লি। তবে ১১ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে প্লে অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। শেষ চারে পৌঁছাতে হলে দিল্লিকে (DC) বাকি ৩ ম্যাচে বড়ো ব্যবধানে জয় তুলে নিতে হবে। দলের হয়ে কেএল রাহুল (KL Rahul) ১১ ম্যাচে ৩৮১ রান সংগ্রহ করে দলকে ভরসা দিচ্ছেন। অন্যদিকে মিচেল স্টার্ক (Mitchell Starc) ১২ ম্যাচের মধ্যে ১৪ টি উইকেট সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু বাকি মরসুমে এই তারকা পেসারের না থাকা দিল্লিকে (DC) রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে।

Read Also: শুভমান গিল বা ঋষভ পন্থ নন, ভারতীয় দলের অধীনয়ায়ক হিসাবে নিজের প্রিয় সতীর্থকেই বেছে নিলেন অশ্বিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *