কোহলির ঝুলিতে নেই—শততম টেস্টে সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেন মুশফিকুর রহিম !! 1

শততম টেস্টে মাঠে নামার দিনেই সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড় মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। আর এই সিরিজটি বাংলাদেশ ও দেশের কিংবদন্তি খেলোয়াড় রহিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান একটি ম্যাচ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচটি খেলছেন মুশফিকুর। শততম ম্যাচেই কীর্তিমান রচনা করলেন বাংলাদেশি এই তারকা। প্রথম দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ৯৯ রানে।

বৃহস্পতিবার দিনের শুরুতেই সিঙ্গেল রান নিয়ে পূরণ করেন কাঙ্ক্ষিত মাইলফলকটি। সেই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে লিখে ফেললেন নতুন এক অধ্যায়। বিশ্ব ক্রিকেটে মুশফিকুর রহমানের আগে খুব কম খেলোয়াড়ই শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ১১ জন ব্যাটারই এই কীর্তি গড়তে পেরেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত টেস্টে সকালে সতর্ক ভাবেই ইনিংসের সূচনা করেন। এরপর জর্ডান নিলের চতুর্থ বলে এক রান নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায় মুশফিককে।

Read More: উত্তেজনার পারদ চরমে, আবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান !!

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর

মুশফিকুর রহিম
Mushfiqur Rahim | Image: Twitter

তবে সেঞ্চুরি ছুঁয়ে বেশি সময় টিকে থাকতে পারেননি মুশফিক। পরে অবশ্য, ম্যাথু হামফ্রেসের ডেলিভারিতে অ্যান্ডি বালবার্নির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। ২১৪ বলে ৫টি চারের বিনিময়ে ১০৬ রানের ইনিংস খেলেন। ১৯৬৮ সালে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম ম্যাচে শতরান করে কলিন কাউড্রে। তবে, এই বিরল কীর্তি অর্জন করতে পারেননি বিরাট কোহলিও (Virat Kohli)। বিরাট কোহলি ২০২২ সালে ৪ঠা মার্চ ১২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ১০০তম ম্যাচ খেলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে কোহলিকে এই ম্যাচটি খেলতে দেখা গিয়েছিল। সেই ম্যাচে, প্রথম ইনিংসে কোহলি ৭৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৫ রান করেন এবং বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া তার উইকেটটি তুলে নেন। ভারতের মধ্যে এখনও পর্যন্ত কোনো খেলোয়াড় শততম ম্যাচে শতরান হাঁকাতে পারেননি। সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড়দের (Rahul Dravid) মতন তারকারা এই কীর্তিমান রচনা করতে পারেননি।

Read Also: “আমি চাই না ক্যাপ্টেন্সি..”, BCCI’এর মুখের ওপর না বললেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *