অবশেষে সেঞ্চুরির মুখ দেখলেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। ৩৭ বছর বয়সেও ফুরফুরে মেজাজে সেঞ্চুরি করলেন সেলিব্রেট! শতরান হাঁকানোর পর শূন্যে হাত ছুড়ে চিৎকার করলেন মুশফিক (Mushfiqur Rahim) এবং তারপরে সিজদাহ করলেন পিচে। পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে।
রোহিত বিরাটদের পিছনে ফেললেন মুশফিকুর
আজকের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। পাকিস্তানের মাটিতে ও পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকালেন মুশফিক, তবে এই রেকর্ডটি এখনও পর্যন্ত রোহিত বা কোহলি দুজনে কেউ করতে পারেননি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের কাছে সুযোগ থাকবে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি হাঁকানোর।
Read More: মহারাজা ট্রফিতে ঘটলো বিরল ঘটনা, তিন-তিনটি সুপার ওভারের পরেই হলো ম্যাচের ফয়সালা !!
পাশাপশি তিনি ছাপিয়ে গেলেন বাংলাদেশ দলের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকেও (Tamim Iqbal)। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। বাংলাদেশের ইনিংসের ১১৬ তম ওভারের কীর্তিমান রচনা করেন মুশফিক। ফাইন লেগ অঞ্চলে ঠেলে দিয়ে দুটি রান সংগ্রহ করেন মুশফিক এবং টেস্ট ক্যারিয়ারে তার ১১ তম শতরান হাঁকিয়ে ফেলেন তিনি।
একধিক রেকর্ড ভেঙে ফেললেন মুশফিক
হেলমেট খুলেই সতীর্থদের দিকে তাকিয়ে করলেন সেলিব্রেট। পুরো বাংলাদেশ দল উঠে দাঁড়িয়ে তার এই শতরানের বাহবা জানায়। ২০২৩ সালে এপ্রিল মাসের দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষবারের মতন শতরান এসেছিল মুশফিকুরের (Mushfiqur Rahim) ব্যাট থেকে। তাছাড়া, বাংলাদেশ দলের ডিপেন্ডেবল ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিকুর দ্বিতীয় বাংলাদেশী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক স্তরে ১৫ হাজার রান বানিয়ে ফেললেন।
তিনি খুব জলদি সতীর্থ তামিম ইকবালের সর্বাধিক আন্তর্জাতিক রানের রেকর্ডটিও ভেঙে দেবেন। এমনকি বিদেশের মাটিতে এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি ভারত, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আজ পাকিস্তানের বিরুদ্ধে তার পঞ্চম টেস্ট শতরান হাঁকিয়ে তামিমের বিদেশের মাটিতে ৪টি শতরান হাঁকানোর রেকর্ডটি অতিক্রম করলেন।