চ্যাম্পিয়ন্স টফিতে (CT 2025) হতাশাজনক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারে নি নিউজিল্যান্ডের বিপক্ষেও। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে সান্ত্বনা পুরষ্কার পেতে পারত নাজমুল হোসেন শান্ত’র দল। কিন্তু সেই সম্ভাবনাও ধূলিসাৎ হয় বৃষ্টির কারণে। রাওয়ালপিন্ডিতে এক বল’ও গড়ায় নি খেলা। ১ পয়েন্ট সঙ্গে করেই দেশে ফিরতে হয়েছে টাইগারদের। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল অবধি পৌঁছেছিলো বাংলাদেশ। এবারও তাই তাদের নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ না হওয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। দল ঢেলে সাজানোর দাবী তুলে সরব হয়েছেন অনেকে। সিনিয়রদের সরিয়ে নতুন মুখদের তুলে আনার পক্ষে সওয়াল করেছেন তাঁরা। পদ্মাপারে রদবদলের শুরুটা সম্ভবত হয়ে গেলো গতকাল’ই। ব্যর্থতার দায় নিয়ে ওয়ান দে’কে বিদায় জানালেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।
Read More: নতুন অধিনায়ক বাছাইতেই ভুল করেছে RCB, পাটিদারের হাত ধরেও আসবে না ট্রফি
অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের-

২০০৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে’র মাঠে বাংলাদেশের জার্সিতে ওয়ান ডে অভিষেক হয়েছিলো মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim)। প্রায় দুই দশকের কেরিয়ারে ইতি টানলেন গতকাল। পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার। ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। ৯টি শতরান ও ৪৯টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। ঝুলিতে ২৪৩টি ক্যাচ ও ৫৬ স্টাম্পিং। ২০০৭-এর বিশ্বকাপে (ICC World Cup 2007) টিম ইন্ডিয়াকে হারানো হোক বা ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2017) দল’কে পৌঁছে দেওয়া, বাংলাদেশ ক্রিকেটের বহু সাফল্যে বড় অবদান রয়েছে তাঁর। টি-২০ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও ভালো যাচ্ছিলো না ফর্ম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি। নিউজিল্যান্ডের বিপক্ষেও করেন ৭। ব্যর্থতার বহর আর না বাড়িয়ে সরে যাওয়ার সিদ্ধান্তই তাই নিলেন তিনি।
বিদায়ী বার্তায় মুশফিকুর (Mushfiqur Rahim) লিখেছেন, “আজ আমি ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। সব কিছুর জন্য আল্লাহ্’কে ধন্যবাদ। দল হিসেবে আমাদের সাফল্য সীমিত মনে হলেও আমি গর্বের সাথে ঘোষণা করতে পারি যে যখনই দেশের হয়ে মাঠে নেমেছি সম্পূর্ণ সততা ও সমর্পণের সাথে সবটুকু নিঙড়ে দিয়েছি। শেষের কয়েকটা সপ্তাহ বেশ কঠিন ছিলো আমার জন্য। বুঝতে পেরেছি যে এটাই আমার ভাগ্য।” বাংলাদেশ ক্রিকেটের বিখ্যাত পঞ্চাপাণ্ডবের মধ্যে মাশরাফি ও তামিম (Tamim Iqbal) ইতিমধ্যেই অবসর নিয়েছেন। শাকিব (Sakib Al Hasan) আনুষ্ঠানিক ভাবে অবসর না নিলেও বর্তমানে রাজনৈতিক জটিলতার কারণে ফের কবে লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। গতকাল ওয়ান ডে ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম’ও (Mushfiqur Rahim)। রইলেন শুধু মাহমুদুল্লাহ।
দেখুন সম্পূর্ণ বিদায়বার্তা’টি-

বর্ণময় কেরিয়ারকে কুর্নিশ ক্রিকেটমহলের-

‘মিস্টার ডিপেন্ডব্ল’-এর বিদায়ে শোকের ছায়া বাংলাদেশ ক্রিকেটে। দীর্ঘদিনের সতীর্থ’কে শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল (Tamim Iqbal)। প্রাক্তন ওপেনার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ এমন একজন অবসর নিয়েছেন যাঁরা সাথে আমার যাত্রাপথটা ২০-২৫ বছরের। একটা স্টেটাসের মাধ্যমে অনুভূতিটা ব্যক্ত করা সম্ভব নয়। অনুর্দ্ধ-১৫ ক্রিকেট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিলো। আমি ওকে প্রচণ্ড পরিশ্রম করতে দেখেছি। একজন সাধারণ ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা হয়ে উঠতে দেখেছি। ও সবসময় নিজের সেরাটা দিয়েছে-সম্ভবত একজন মানুষের পক্ষে যতটা দেওয়া সম্ভব ততটাই দিয়েছে।” “তোমাকে ছাড়া বাংলাদশের ওয়ান ডে ক্রিকেট কল্পনা করাও কঠিন,” লিখেছেন তাস্কিন আহমেদ। “লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই,” মন্তব্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র। “অবসর মানে শেষ নয়-এক নতুন অধ্যায়ের সূচনা,” শুভেচ্ছা সৌম্য সরকারের।