আগামীকাল থেকে এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণে মাঠে নামতে চলেছে এই মহাদেশের সেরা ক্রিকেট দলগুলি। প্রথম ম্যাচেই হংকং ও আফগানিস্তান (Afganistan vs Hong Kong) একে অপরের বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দেশগুলির সঙ্গে টক্কর দিতে প্রস্তুত বাংলাদেশও। টাইগার বাহিনীরা প্রতিটি টুর্নামেন্টেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করে। এবার গুরুত্বপূর্ণ এশিয়া কাপের আগে বাংলাদেশের তারকা ক্রিকেটার কাছের স্বজনকে হারালেন।
Read More: অস্ট্রেলিয়া সিরিজের আগে ‘ফ্লপ’ শ্রেয়স আইয়ার, প্রশ্ন উঠে গেলো নেতৃত্ব পাওয়া নিয়ে !!
পারিবারের সদস্যকে হারালেন তারকা-

বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। তিনি দীর্ঘদিন ধরে এই দেশে ক্রিকেটকে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে সমৃদ্ধ করেছেন। এবার আজ এই তারকা ক্রিকেটারের ভাইপোর মৃতদেহ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হলো। আহনাফ নামের ১৬ বছর বয়সী এই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে দুপুর আড়াইটার দিকে সুগন্ধা পয়েন্টে স্নান করতে গিয়েছিল।
উত্তাল সমুদ্রে ঢেউ এবং বৃষ্টির কারণে ৩ জনই সমুদ্রে ভেসে যান। লাইফগার্ড সঙ্গে-সঙ্গে অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও আহনাফকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হলো। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম এই বিষয় সংবাদমাধ্যমকে বলেন, “মৃত আহনাফ পরিবারের সঙ্গে বগুড়া থেকে বেড়াতে এসেছিলেন। মরদেহ উদ্ধারের পর আইন প্রক্রিয়া সম্পন্ন করে আমার পরিবারের হাতে তাকে তুলে দেবো।”
এশিয়া কাপে বাংলাদেশ-

এশিয়া কাপে (Asia Cup 2025) বাংলাদেশ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে তারা ৩ বার ফাইনালে জায়গা করে নিয়ে এই টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছে। এই বছর এশিয়া কাপে টাইগার বাহিনীদের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন লিটন দাস (Litton Das)। তিনি সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১১০ ম্যাচে সংগ্রহ করেছেন ২৪৩৭ রান।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে (Asia Cup 2025) বাংলাদেশ এই বছর গ্ৰুপ ‘বি’তে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং রয়েছে। টাইগার বাহিনী টুর্নামেন্টে ১১ সেপ্টেম্বর হংকং’এর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। শেষ টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের (BAN vs NED) বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে লিটন দাসের দল। ফলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তারা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।