দাদা সরফরাজের পর ভাই মুশিরের রঞ্জি ট্রফিতে তান্ডব অব্যাহত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বরোদার বিরুদ্ধে জুড়ে দিলেন শতরান !! 1

Ranjj Trophy 2023-24: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার মুখোমুখি হয়েছে মুম্বই। গ্রুপ পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টি জিতে ৩৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মুম্বই। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, হোম টিম (মুম্বাই) চার উইকেট হারিয়ে ৯৯ রান বানায়। তবে কঠিন সময়ে দলের হয়ে অভিষেক করা মুশির খান তার দুরন্ত ইনিংস খেলে মুম্বাই দলকে সম্মানজনক স্কোর বানাতে সাহায্য করেন। মুশির প্রথমে সূর্য্যাশ হেগড়ে এবং তারপর হার্দিক তামোরের সাথে একটি পার্টনারশিপ গড়ে তোলেন।

শতরান হাঁকালেন মুশির

কোয়ার্টার ফাইনালে প্রবেশ করার আগে মুম্বাই দলের লেগেছিল বড় ধাক্কা, কারণ ভারতীয় দলে ফিরতে শ্রেয়সকে রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সে কারণে মুম্বাইয়ের হয়ে মেগা সেমিফাইনাল খেলার কথা ছিল শ্রেয়স আইআরের। ‘ব্যাক স্প্যাজমের’ জন্য রঞ্জির ম্যাচ থেকে ছিটকে যান তিনি। আর এই মেগা ম্যাচে শুধু আইয়ার নয়, দলের সহ অধিনায়ক শিবম দুবেকেও চোটের সমস্যার জন্য পাবেনা মুম্বই। দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ ৩৩ রানে আউট হওয়ার পর মুশির তিন-এ ব্যাট করতে নামেন।

বরোদার ভার্গব ভাট এরপর মুম্বাই লাইন-আপকে তছনছ করে দেন। ভুপেন লালওয়ানি এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে-এর উইকেট তুলে নেন তিনি। আর আজকের ম্যাচে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খানের ভাই মুশির খান যিনি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন কদিন আগেই। ২১৬ বলে ১২৮ রানের অসাধারণ ইনিংস খেলেন মুশির, তার ইনিং জুড়ে রয়েছে ১০টি চার।

Read More | Ranji Trophy 2024: “পাটা পিচে সবাই শের…” ঝোড়ো শতরান করেও নেটদুনিয়ার কটাক্ষের মুখে রিয়ান পরাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *