ইংল্যান্ডের মাটিতে ব্যাটে-বলে তান্ডব মুশির খানের, ঘুম হারাম পতিপক্ষের !! 1

ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হলেন মুশির খান (Musheer Khan)। তারকা ক্রিকেটার সরফরাজ খানের ভাই হলেন মুশির, অল্প বয়সেই খবরের শিরোনাম উঠে এসেছেন মুশির। দাদা সরফরাজের মতনই ভাই মুশির এবার ইংল্যান্ডের মাটিতে বিস্ফোরণ সৃষ্টি করলেন। তারকা ক্রিকেটার মুশির। মুম্বইয়ের অনুর্দ্ধ ১৯ দল ইংল্যান্ড সফরে গিয়েছে। সেই দলের একজন সদস্য হলেন পাঞ্জাব কিংসের মুশির খান। এবারের আইপিএলে দাদা সরফরাজ খান আইপিএলে দল না পেলেও দল পেয়েছিলেন মুশির। প্লে-অফের প্রথম ম্যাচে প্রথম বারের জন্য সুযোগ পেয়েছিলেন মুশির।

ইংল্যান্ডে ঝড় তুললেন মুশির

Musheer khan
Musheer Khan | Image: Getty Images

আইপিএলে সেভাবে প্রদর্শন দেখাতে পারেননি মুশির। ঋষভ পন্থের (Rishabh Pant) মতন মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে বাইশ গজে ফিরে এসেছেন। শেষবার অনন্তপুরে ভারতীয় বি দলের হয়ে দলীপ ট্রফির ম্যাচ খেলে ছিলেন মুশির (Musheer Khan)। এরপর, ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল তবে গাড়ি দুর্ঘটনার পর সেই সিরিজে যেতে পারেননি মুশির। একদিকে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে জোড়া শতরান হাঁকিয়েছিলেন। ঠিক তেমনই ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচে দুটি শতরান হাঁকালেন মুশির, পাশাপশি বল হাতেও কামাল দেখালেন মুশির। দুই ম্যাচেই ৬টি করে উইকেট নিয়েছেন। মঙ্গলবার ওয়েলবেক সিসিতে জন ফ্রেটওয়েল স্পোর্টস কমপ্লেক্সে নটস সেকেন্ড একাদশের বিরুদ্ধে ব্যাট হাতে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। পরে আবার প্রথম ইনিংসে বল হাতে ৮.২ ওভারে ৩১ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন মুশির।

Read More: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ভারত-বাংলাদেশ সিরিজ, রাজনৈতিক টানাপোড়নে সিদ্ধান্ত BCCI’র !!

বল হাতেও দুরন্ত পারফরম্যান্স মুশির খানের

Musheer khan
Musheer Khan | Image: Getty Images

প্রথম ম্যাচে অসাধারণ সেঞ্চুরির পরে থেকে থাকেননি মুশির (Musheer Khan)। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচেও আবার সেঞ্চুরি হাঁকান তিনি এবং বল হাতেও আবার ৬ উইকেট তুলে নেন তিনি। মুশির ইতিমধ্যেই লাল বলের ক্রিকেটে অসাধারণ ব্যাটিংয়ের পাশাপশি বোলিংয়েও ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন এবং একজন ভালো অলরাউন্ডার হিসেবে আবির্ভূত হচ্ছেন। ভারত এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। আর মুম্বইয়ের অনুর্দ্ধ ২৩ দলের সঙ্গে মুশির খান ইংল্যান্ডেই রয়েছেন। সূত্রের দাবি, ভারতীয় টিম ম্যানেজমেন্ট মুম্বাইয়ের এই তরুণ খেলোয়াড়ের উপর নজর রেখেছে। খুব শীঘ্রই মুশিরকে ভারতীয় দলে দেখতে পাওয়া যেতে পারে। মুশিরের দাদা সরফরাজ দুর্দান্ত ছন্দ দেখালেও চলতি ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন।

Read Also: Musheer Khan: মরণের সাথে লড়াই করছেন সরফরাজের ভাই মুশির খান, সামনে আসলো হাড় হিম করা ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *