আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপের মঞ্চে খেলতে দেখতে পাওয়া যাবে। সদ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ভারতীয় দলের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার এক বেশ প্রবণতাও এই সিরিজে দেখতে পাওয়া গিয়েছে। মোহম্মদ-কৃষ্ণাদের লড়াই মনে রাখবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। দলের খেলোয়াড়দের মধ্যে ঐক্য দেখা গেলেও, ভারতীয় ক্রিকেটে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে মাঠের ভেতরের খেলার থেকেও ব্যক্তিগত জীবনের গল্প বেশি আলোচনার জন্ম দিয়েছে। নারীর জন্য সম্পর্ক নষ্ট হয়েছে দুই প্রিয় বন্ধুর।
বন্ধুত্বের সম্পর্কে ধরেছিল ফাটল

তেমনই একটি বহুল চর্চিত ঘটনা হলো দুই সতীর্থ ক্রিকেটার। তামিলনাড়ুর দুই প্রতিভাবান খেলোয়াড় মুরালি বিজয় (Murali Vijay) ও দিনেশ কার্তিকের (Dinesh Karthik) মধ্যে সম্পর্কের ভাঙন। একসময় একে অপরের সঙ্গে খেলেছেন, একই দলের হয়ে সাফল্য উদযাপন করেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনের এক ঘটনার পর এই বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। দিনেশ কার্তিক ভারতের অন্যতম প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটার। অল্প বয়সেই ভারতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন দীনেশ। এরপর, ২০০৭ সাল নাগাদ তিনি বিয়ে করেন তাঁর ছোট বেলার বান্ধবী নিকিতা ভাঞ্জানিকে। বিয়ের পর কয়েক বছর তাদের দাম্পত্য জীবন ঠিকঠাক চললেও ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ঠিক এই সময়েই নিকিতা ও মুরালি বিজয়ের মধ্যে ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে।
Read More: ৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !!
সেই গুঞ্জন যখন তুঙ্গে, তখনই ঘটে নাটকীয় মোড়। ২০১২ সালে কার্তিক ও নিকিতার বিচ্ছেদ হয়। খুব অল্প সময়ের মধ্যেই নিকিতা বিয়ে করে নেন বিজয়কে। এই ঘটনা দুই ক্রিকেটারের সম্পর্ক চিরতরে ভেঙে দেয়। একসময় সতীর্থ হলেও এরপর থেকে তারা একে অপরের সঙ্গে প্রায় কথা বলেন না, মাঠে একসঙ্গে থাকলেও দূরত্ব স্পষ্ট থাকে। ভারতীয় ক্রিকেটে এমন ব্যক্তিগত জীবনের কারণে ভাঙন খুব বেশি দেখা না গেলেও এই কাহিনি ব্যতিক্রম হয়ে গেছে।
নিজ নিজ সম্পর্কে খুশি কার্তিক-বিজয়

গণমাধ্যমে বহুবার এ নিয়ে প্রশ্ন উঠলেও দিনেশ কার্তিক বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত কষ্টকর হলেও এগিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। অন্যদিকে, মুরালি বিজয়ও এ নিয়ে সরাসরি মন্তব্য করতে এড়িয়ে গেছেন। বর্তমানে কার্তিক ও নিকিতা দুজনেই নিজ নিজ জীবনে স্থিতিশীল। কার্তিক ভারতীয় দলে ও আইপিএলে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন, পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবেও জনপ্রিয় হয়েছেন। তিনিও ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পল্লিকেলকে বিবাহ করেন। অন্যদিকে, মুরালি বিজয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়ে পরিবার ও অন্যান্য কাজে মনোযোগ দিয়েছেন। নিকিতা বিজয়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।