শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন মুম্বাই দল জয়লাভ করলো সৈয়দ মুশতাক আলী ট্রফি (SMAT)। ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে পরাস্ত করলো মুম্বাই। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিং করতে এসে ১৭৪ রান বানাতে সক্ষম হয়েছিল। দলের হয়ে সর্বাধিক ৮১ রানের ইনিংস খেলেছিলেন রজত পতিদার (Rajat Patidar)। ব্যাট হাতে ক্যাপ্টেন পতিদার ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪০ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। তিনি ব্যতীত বাঁকি খেলোয়াড়রা সেভাবে রান বানাতে পারেননি। দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক ২৩ রান বানান শুভ্রানসু সেনাপতি। রাহুল বথাম করেন ১৯ এবং ভেঙ্কটেশ আইয়ার করেন ৯ বলে ১৭।
৮৬ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে মধ্যপ্রদেশ। তবে, ক্যাপ্টেন পতিদার একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন যার কারণে একটি ডিফেন্ডেবল টোটালে নিয়ে যান। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর ২টি, রোস্টন ডিয়াস ২টি, ১টি করে উইকেট নিয়েছেন শিবম দুবে, সূর্য্যশ সেডগে ও অথর্ব অঙ্কলরকর। মধ্যপ্রদেশের ১৭৪ রানের জবাবে, সূর্যকুমার যাদব (৪৮ রান) এবং সূর্য্যশ সেডগে (৩৬ রান*) মুম্বাইকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দ্বিতীয়বার SMAT জয় করলো মুম্বাই
যদিও রান তাড়া করতে এসে জলদি প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ৬ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এমনকি পাওয়ার প্লের ভিতরেই ৯ বলে ১৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে এর পর অজিঙ্কা রাহানে (৩৭ রান) এবং সূর্যকুমার যাদব (৪৮ রান) ম্যাচে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত কামব্যাক করান।
রাহানে ও সূর্য আউট হওয়ার পর, সূর্য্যশ সেডগে আবার একটি আক্রমণাত্মক ব্যাটিংয়ের নমুনা দেখান। দলের হয়ে ১৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান বানান তিনি। দুর্দান্ত অলরাউন্ডিং প্রদর্শনের জন্য ম্যাচের সেরা হয়েছেন সূর্য্যশ সেডগে। ব্যাট হাতে ৩৬ ও বল হাতে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া টুর্নামেন্টে ৮ ইনিংসে ৪৬৯ রান বানিয়েছেন অজিঙ্কা রাহানে টুর্নামেন্টের সেরা হয়েছেন।