‘নিজেকে বড় হনু ভাবতো…’, সোশাল মিডিয়ায় ‘আর্তনাদে'র পরেও ভিজলো না চিড়ে, পৃথ্বীকে নিয়ে বিস্ফোরক মুম্বই কর্তা !! 1

বিশ্ব ক্রিকেটে একজন বড় ক্রিকেটার হওয়ার বেশ সম্ভবনা ছিল পৃথ্বী শ’র (Prithvi Shaw)। তবে বিগত কয়েক বছর তার পারফরমেন্স খবরের শিরোনামে উঠে এসেছেন। কয়েকদিন আগেই মুম্বাই সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট (SMAT) জয়লাভ করেছে। তবে বিজয় হাজারে টুর্নামেন্টের মুম্বই দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। সম্প্রতি ফিটনেস সমস্যার কারণে রঞ্জি দল থেকেও বাদ পড়েছিলেন শ। এরপর বিজয় হাজারেতে সুযোগ না পাওয়ার পর হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় আর্তনাদ করেন।

মুম্বাই দল থেকেও বাদ পড়লেন পৃথ্বী

Prithvi Shaw
Prithvi Shaw | Image: Getty Images

পৃথ্বীর তুলনা একসময় মহান শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে হত। কিন্তু ক্রমে ক্রমে ক্রিকেট থেকে নাম মুছে যেতে শুরু করেছে পৃথ্বীর। সৈয়দ মুস্তাক আলিতে আহামরি পারফর্মেন্স দেখেননি তিনি, এমনকি আইপিএলের মতন মঞ্চে পাননি কোনো দল। তার সঙ্গে খেলা শুভমান গিল, অভিষেক শর্মা, অর্ষদীপ সিং, রিয়ান পরাগরা এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তবে পৃথ্বী শ যেন কোথায় হারিয়ে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকেও মুছে যাচ্ছে তার নাম, বিজয় হাজারে ট্রফির দলে সুযোগ না পেতেই সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দেন পৃথ্বী। ইনস্টাগ্রামে তিনি নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেন। সঙ্গে লেখেন, “হে ঈশ্বর, আমাকে আর কী কী দেখতে হবে ?

Read More: ভারত ছাড়ছেন বিরাট কোহলি, ফাঁস করলেন প্রাক্তন কোচ, এই দেশের জার্সিতে তুলবেন ঝড় !!

সমাজ মাধ্যমে পৃথ্বীর এরূপ বয়ান সামনে আসতেই মুখ খুললেন এমসিএর এক শীর্ষকর্তা। তিনি জানিয়ে দিয়েছেন পৃথ্বী মুস্তাক আলী টুর্নামেন্ট খেলার সময় খুবই অবাধ্য ছিলেন। মন্তব্য করে আরও বলেন, “সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমরা কার্যত ১০ জন নিয়ে ফিল্ডিং করতাম। কারণ পৃথ্বী শ’-কে লুকিয়ে রাখতে হত। ওর পাশ থেকে বল গড়িয়ে গেলেও ওর ধরার ক্ষমতা ছিল না, এমনকি ব্যাটিং করার সময় ও বলের কাছেই পৌঁছাতে পারছিল না। দিন দিন ওর ফিটনেস, আচরণ, শৃঙ্খলা- সবকিছু বদলে গেছে, যেটি একটি সমস্যা। প্রত্যেক খেলোয়াড়ের জন্য তো আলাদা নিয়ম হয়না। এমনকি দলের সিনিয়র ক্রিকেটাররাও পৃথ্বীর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এখন।

পৃথ্বীকে নিয়ে খুশি নন এমসিএ-এর কর্মকর্তারা

Prithti Shaw
Prithvi Shaw | Image: Getty Images

সোশাল মিডিয়ায় পৃথ্বীর মন্তব্য নিয়ে মুখ খুলে তিনি বলেন যে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন অনুশীলনে আসতেন না পৃথ্বী শ (Prithvi Shaw), ভোর বেলাতে হোটেলে আসতেন। তিনি মন্তব্য করে আরও জানিয়েছেন যে, “কেউ যদি মনে কর মুম্বইয়ের নির্বাচক এবং এমসিএর ওপর তার এসব পোস্টের জন্য কোনো চাপ তৈরি হবে তাহলে সে ভুল। আমি একটা কথা বলতে পারি, পৃথ্বীর কোনও শত্রু নেই কিন্তু। ওর শত্রু ও নিজেই।” সৈয়দ মুস্তাক জেতার পর পৃথ্বীকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুম্বই দলের সাদা বলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)।

Read Also: Prithvi Shaw: “ঈশ্বর, আমাকে আর কি…” আইপিএলের পর এবার ঘরোয়া দলে ঠাঁই পেলেন না পৃথ্বী শ, সমাজ মাধ্যমে দিলেন এই বার্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *