ব্যর্থ রাহানে থেকে সূর্যকুমার, রঞ্জি ট্রফির সেমিফাইনালে হার মুম্বাইয়ের 1

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই। তারা গত বছরও এই টুর্নামেন্টে বিদর্ভকে (MUM vs VID) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর রঞ্জি ট্রফির সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হল মুম্বাইয়ের। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেও সেই বিদর্ভের কাছে আটকে গেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। তারকা সমৃদ্ধ ৪২ বারের চ্যাম্পিয়নরা লড়াই চালালেও শেষ রক্ষা করতে পারেনি। ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথম ইনিংসে বল হাতে শিবম দুবে (Shivam Dube) নজর কাড়লেও ব্যাট হাতে তিনি দলকে ভরসা দিতে পারেননি।

এক নজরে মুম্বাই বনাম বিদর্ভের রঞ্জি ট্রফির সেমিফাইনাল-

ব্যর্থ রাহানে থেকে সূর্যকুমার, রঞ্জি ট্রফির সেমিফাইনালে হার মুম্বাইয়ের 2
MUM vs VID | Image: Getty Images

ম্যাচে প্রথমে টসে জিতে বিদর্ভ ব্যাটিং করা সিদ্ধান্ত নেয়। ওপেনার ধ্রুব শোরে ৭৪ রান এবং ড্যানিশ মালেওয়ার ৭৯ রান করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। অভিজ্ঞ করুণ নায়ারের (Karun Nair) ব্যাট থেকে আসে ৪৫ রান। এর ফলে প্রথম ইনিংসে বিদর্ভ ৩৮৩ রান সংগ্রহ করে। মুম্বাইয়ে হয়ে এই ইনিংসে বল হাতে শিবম দুবে একাই জ্বলে উঠেছিলেন। তিনি ৫ উইকেট শিকার করেন। শার্দুল ঠাকুর (Shardul Thakur) পান ১ টি উইকেট। এরপর প্রথম ইনিংসে মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে নেমে ওপেনার আকাশ আনন্দ ছাড়া আর কেউ ছাপ ফেলতে পারেননি। তিনি ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু আজিঙ্কা রাহানে ১৮ রানে এবং সূর্যকুমার যাদব ও শিবম দুবে যথাক্রমে শূন্য রানে আউট হয়ে দলকে বিপদের মধ্যে ফেলে দেন। ফলে মুম্বাই প্রথম ইনিংসে পিছিয়ে থেকে ২৭০ রানে অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে যশ রাঠোড়ের ১৫১ রানে ভর করে বিদর্ভ ২৯২ রান সংগ্রহ করে।

Read More: রোহিত-বিরাটদের রাতের ঘুম হলো হারাম, হঠাৎ করেই এই পাকিস্তানি বোলার ফিরলেন ফর্মে !!

এই ইনিংসে শামস মুলানি (Shams Mulani) মুম্বাইয়ের হয়ে ৬ উইকেট সংগ্রহ করে নজর কাড়েন। তবে দ্বিতীয় ইনিংসে রাহানে, সূর্যকুমার সহ শিবম দুবে আবার ব্যাট হাতে ব্যর্থ হন। তবে শামস মুলানি এবং শার্দুল ঠাকুর নিচের দিকে ব্যাট করতে নেমে দলের হাল ধরার চেষ্টা করেন। শামস ৪৬ এবং শার্দুল ৬৬ রান করে মরিয়া লড়াই চালান। কিন্তু শেষ পর্যন্ত হার্ষ দুবের দুরন্ত বোলিংয়ের সামনে মুম্বাই হার মানে। ২২ বছর বয়সী বিদর্ভের ক্রিকেটার একাই ৫ উইকেট সংগ্রহ করে চাপ সৃষ্টি করেছিলেন। ফলে ৮০ রানে পরাজিত হয়ে আজিঙ্কা রাহানের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন শেষ হয়ে যায়।

রঞ্জি ট্রফির ফাইনালে প্রবেশ করে ইতিহাস তৈরি করলো কেরল-

ব্যর্থ রাহানে থেকে সূর্যকুমার, রঞ্জি ট্রফির সেমিফাইনালে হার মুম্বাইয়ের 3
Kerala cricket team | Image: Getty Images

রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে প্রবেশ করেছে কেরল। রুদ্ধশ্বাস সেমিফাইনালে প্রথম ইনিংসে গুজরাটের থেকে মাত্র ২ রানের লিড থাকায় তারা ফাইনালে পৌঁছে যায়। এর আগে কোয়ার্টার ফাইনালে কেরল মাত্র ১ রানের লিড নিয়ে শেষ চারে পৌঁছেছিল। এবার তারা ফাইনালে বিদর্ভের বিপক্ষে মুখোমুখি হবে। এই বছর রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *