টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুই তারকা খেলোয়াড়! 1

দুলীপ ট্রফি ভারতের অন্যতম একটি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা। অন্যতম মর্যাদাবান ঘরোয়া আসর এটি। ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলকে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দলগুলি অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি কুমার শ্রী দিলীপসিংজি-র নামে নামাঙ্কিত। এই মর্যাদাপূর্ণ আসর শুরু একদিন আগে ভারতীয় পেসার ইশান শর্মা তার নাম প্রত্যাহার করে নেওয়ার পর এখন জানা গেল খেলতে পারবেন না অভিনাভ মুকন্দ ও কৃষ্ণনাপ্পা গৌতম। মুকুন্দ ও গৌতম দুজন ই ভারত লাল দলের সদস্য। অভিনাভ মুকুন্দ ছিলেন লাল দলের অধিনায়ক তাই অভাব বেশ ভাল ভাবে ই অনুভব করবে দল। আর অলরাউন্ডার গৌতমও ছিলেন দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। প্রথম ম্যাচে ভারত লাল দলের অধিনায়ত্ব করা দিনেশ কার্তিক ই অভিনাভ মুকুন্দের অনুপস্থিতিতে বাকি ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন। এই সিরিজ খেলার কথা থাকলেও এই বাম হাতি ব্যাটসম্যান ডেঙ্গু জ্বরের কারনে খেলতে পারবেন না। এছাড়া তিনি ভারতীয় এ দল ও নিউজল্যান্ড এ দলের মধ্যকার চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজেও নেই। তিনি রনজি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে এবারের আসরে ফিরবেন। মহারাষ্ট্র বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩০০* করেন।

উক্ত খেলায় মুকুন্দ এবং মুরালি বিজয় প্রথম উইকেটে ৪৬২ রান করেন। তিনি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তীতে ইংল্যান্ড সফরে জন্য ভারতীয় টেস্ট দলের জন্য মনোনীত হন। তিনি ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন সবগুলি টেস্টই ২০১১ সালে। ৫ টেস্টে ২১.১০ গড়ে করেছিলেন ২১১ রান। কর্নাটাকা প্রিমিয়ার লীগে বেলাগাভি পানাথার্সের হয়ে খেলা অলরাউন্ডার গৌতমের প্রত্যাহারটা বেশ অবাক করা বিষয় ছিল। অবশ্য গৌতম প্রথম ম্যাচে খেললেও চার দিনের ম্যাচের শেষ দিন মাঠে ফিল্ডিং করতে নামে নি। গৌতম ভারত এ দল ও নিউজল্যান্ড এ দলের চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ভারত এ দলের সদস্য, এখন সরাসরি সেই সিরিজ খেলবেন। মুম্বাইয়ের ছেলে ওপেনার অখিল ভারত লাল দলে দুলীপ ট্রফিতে অভিনাভ মুকুন্দের পরিবর্তে খেলবেন আর গৌতমের পরিবর্তে খেলবেন বিজয় গোহিল। অখিল ভারত লাল দলে যোগ দেওয়ায় লাল দলে এখন ওপেনারের সংখ্যা হল চার জন। বাকিরা হলেন পৃথভি শাও, পৃয়াঙ্ক পানচাল ও সুদীপ চ্যাটার্জি। প্রথম ম্যাচ পৃয়াঙ্ক পানচাল ও সুদীপ চ্যাটার্জি ওপেনিং করেছিলেন। ১৩ সেপ্টেম্বর হতে শুরু হওয়া দ্বিতীয় চার দিনের ম্যাচে ভারত নীল দলের বিপক্ষে ভারত লাল দলকে দিনেশ কার্তিক নেতৃত্ব দিবেন। যেখানে ভারত নীল দল কে নেতৃত্ব দিবেন এক সময়ের ভারতের অপরিহার্য সদস্য সুরেশ রায়না।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *