muhammad-rizwan-scored-a-double-ton

মাসখানেক আগেই সীমিত ওভারের দুই ফর্ম্যাটে পাকিস্তান দলের অধিনায়কত্ব পেয়েছেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। জিম্বাবুয়ে সিরিজের পর বর্তমানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি তাঁর নেতৃত্বাধীন পাক দল। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে ১১ রানের ব্যবধানে হেরেছে তারা। প্রথমে ব্যাটিং করে ১৮৩ রান করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে থামে ১৭৩ রানেই।  রিজওয়ান (Muhammad Rizwan) নিজে ৭২ রান করলেও সমালোচিত হয়েছেন মন্থর গতিতে খেলার জন্য। তাঁর ইনিংসকে টেস্ট ব্যাটিং বলে কটাক্ষ’ও করেছেন অনেকে। স্ট্রাইক রেট নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু না। এর আগেও কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন তিনি। সমাজমাধ্যমের চর্চায় জায়গা করে নিয়ে ঘরোয়া ক্রিকেটের আসরে তাঁর খেলা ২২৪ রানের ইনিংসটির কথা।

Read More: সুযোগ না পেয়ে অবসরে তারকা অলরাউন্ডার, সোশ্যাল মিডিয়ায় জানালেন সরে দাঁড়ানোর খবর !!

ম্যারাথন ইনিংস খেলেছিলেন রিজওয়ান-

Muhammad Rizwan | Image: Getty Images
Muhammad Rizwan | Image: Getty Images

ভারতে যেমন লাল বলের ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা হিসেবে রয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy), তেমন ওয়াঘা সীমান্তের ঐ পারে রয়েছে কয়েদ-এ-আজম ট্রফি (Quaid-e-Azam Trophy)। মহম্মদ আলি জিন্নাহ’র নামাঙ্কিত এই প্রতিযোগিতাতেই অনবদ্য একটি দ্বিশতকীয় ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানের বিরুদ্ধে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের হয়ে মাঠে নেমেছিলেন পাক তারকা। ২০১৫ সালের এই ম্যাচে প্রথম ব্যাটিং করে ২৪২ রান তুলেছিলো ন্যাশনাল ব্যাঙ্ক। জবাবে ব্যাট করতে নামা গ্যাস পাইপলাইনসের হয়ে নাজিমুদ্দিন, তৌফিক উমর, আজহার আলি’রা রান না পেলেও জ্বলে উঠেছিলেন রিজওয়ান (Muhammad Rizwan)। প্রথমে আলি ওয়াকাস ও পরে খুররম শাহজাদের সাথে জুটি গড়েন তিনি।

৫০৮ মিনিট ক্রিজে থেকে একটি ম্যারাথন ইনিংস খেলেন রিজওয়ান (Muhammad Rizwan)। ২৮টি বাউন্ডারির সাহায্যে করেন ২২৪ রান। শেষমেশ রাজা হাসানের বলে জিয়া-উল-হকের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। খুররম শাহজাদের ১২০ ও আদনান আকমলের ৫৭ রানের সুবাদে ৫৪৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড। ৩০১ রানের লিড পান রিজওয়ানরা (Muhammad Rizwan)। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৫০৮ রান তুলে ফেলে ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান। চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছিলো ২০৮ রান। ব্যাট করতে নেমে ২৭ রানের বেশী করার সময় পায় নি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড। নিষ্ফলা ড্র’তেই শেষ হয় ম্যাচ। ২০১৫ সালের এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা ইনিংসটি খেলেছিলেন রিজওয়ান।

দেখুন সেই ম্যাচের স্কোরকার্ড-

Scorecard | Image: Twitter

লাল বলের খেলায় রিজওয়ানের পরিসংখ্যান-

Muhammad Rizwan | Image: Getty Images
Muhammad Rizwan | Image: Getty Images

এখনও অবধি প্রথম শ্রেণির ক্রিকেটে ১২০টি ম্যাচ খেলেছেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। তাঁর ঝুলিতে রয়েছে ৬৭৭৪ রান। গড় ৪৩.৭০। শতরানের সংখ্যা ১৪, অর্ধশতক ৩৩টি। ২০১৬ সালে টেস্ট অভিষেক হয় তাঁর। দীর্ঘসময় সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) ডেপুটি হিসেবে থাকতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। কিন্তু গত দুই-তিন বছরে নিয়মিত হয়ে উঠেছেন রিজওয়ান। এখনও অবধি ৩৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৫৭ ইনিংসে করেছেন ২০০৯ রান। ব্যাটিং গড় ৪১.৭৫। শতরানের সংখ্যা ৩, অর্ধশতকের সংখ্যা ১০। টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। অপরাজিত থাকেন ১৭১ রান  করে। যদিও রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচটিতে পরাজিত হয়েছিলো পাকিস্তান।

Also Read: IND vs AUS 3rd Test Preview: সুখস্মৃতি সঙ্গী করে গাব্বায় নামছে টিম ইন্ডিয়া, হ্যাজেলউডের প্রত্যাবর্তনে চনমনে অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *