IPL 2025: ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চলেছেন ধোনি, ভক্তদের আশা হবে পূরণ !! 1

IPL 2025: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) শুধুমাত্র আইপিএলে অংশগ্রহণ করে থাকেন। ফলে এই টুর্নামেন্টে ভারতীয় কিংবদন্তিকে এক ঝলক ব্যাটিং করতে দেখার জন্য অপেক্ষা করেন কোটি কোটি ভক্ত। এছাড়াও ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা চেন্নাই সুপার কিংসকে (Chennai Super kings) অনেকটাই আত্মবিশ্বাস জোগায়। অন্যদিকে গত বছর আইপিএলে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে অনেকটাই নিচের দিকে ব্যাটিং করতে দেখা গেছে। কিন্তু এই বছর আইপিএলে (IPL 2025) ধোনিকে (MS Dhoni) ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

ব্যাটিং অর্ডার পরিবর্তন করবেন ধোনি-

IPL 2025: ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চলেছেন ধোনি, ভক্তদের আশা হবে পূরণ !! 2
MS Dhoni | Image: Getty images

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে অসংখ্য ম্যাচে সফলতা এনে দিয়েছেন। তার নেতৃত্বেই সিএসকে এখনও পর্যন্ত ৫ বার ট্রফি জয় করেছে। তবে গত বছর থেকে দলকে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) নেতৃত্ব দিচ্ছেন। ধোনি নিয়মিত উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করলেও শেষ আইপিএল মরসুমে তাকে ব্যাটিং অর্ডারে আট নম্বরে ব্যাট করতে দেখা যায়। তিনি নতুন ব্যাটসম্যানদের সুযোগ দেওয়ার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন। গত বছর আইপিএলে ধোনি (MS Dhoni) ব্যাট হাতে ২২০.৫৫ স্ট্রাইক রেটে ১৬১ রান করেন। তবে এই বছর আইপিএলে এই কিংবদন্তি ক্রিকেটারকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করতে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ তিনি সম্ভবত এই বছর টুর্নামেন্টের শেষ মরসুম কাটাতে চলেছেন। ফলে ধোনি আসন্ন আইপিএলে ব্যাট হাতে অনেকটা সময় কাটাতে চাইবেন। দলের হয়ে রান করে তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন মরসুমটি। তাই এই অভিজ্ঞ তারকাকে পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে। ইতিমধ্যেই তিনি ব্যাট নিয়েও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন।

ব্যাট হালকা করেছেন ধোনি-

IPL 2025: ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চলেছেন ধোনি, ভক্তদের আশা হবে পূরণ !! 3
MS Dhoni | Image: Getty images

এই বছর আইপিএলে (IPL 2025) ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (CSK vs MI) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের হাই-পারফর্ম্যান্স সেন্টারে ১০ দিনের প্রাক মরসুম শিবিরের প্রথম অধিবেশনে নেতৃত্বে দিয়েছেন এই কিংবদন্তি তারকা। অনুশীলনে তাকে বড়ো বড়ো ছয় মারতে দেখা যায়। সেই ভিডিও চেন্নাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী নিজের ব্যাটের ওজন কমিয়েছেন ধোনি (MS Dhoni)। তিনি আগে অন্যদের থেকে কিছুটা ভারী ব্যাট ব্যবহার করতেন। ক্রিকেট জীবনের সেরা সময় ১২৫০ থেকে ১৩০০ গ্ৰামের ব্যাট ব্যবহারে অভ্যস্ত ছিলেন এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সম্প্রতি তাকে ১০ থেকে ২০ গ্ৰাম কম ওজনের ব্যাট ব্যবহার করতে দেখা গেছে। মিরাটের ক্রিকেট সরঞ্জাম কোম্পানি সানস্পেরিলস গ্ৰিনল্যান্ডস প্রাইভেট লিমিটেড ধোনির কাছে ৪ টি বিশেষ ধরণের ব্যাট পৌঁছেছে। ফলে নতুন ব্যাটে আবারও এই বছর আইপিএলে তিনি জ্বলে উঠবেন বলে মনে করছেন ধোনি ভক্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *