IPL 2025: নেই দলকে জেতানোর দায়, এই কারণেই CSK'এর একাদশে জায়গা পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি !! 1

IPL 2025: আইপিএলের মঞ্চে বিশ্ব ক্রিকেটের একাধিক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে এই টুর্নামেন্টের মান অনেকটাই উপরে নিয়ে গেছেন। ফলে বিশ্বের অন্যতম সফল জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MI) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একমাত্র আইপিএলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মাঠে নামেন। তবে ৪৩ বছর বয়সী এই ব্যাটসম্যান চলমান আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে সমর্থকদের হাতাশ করেছেন। কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও একাদশে রাখা হচ্ছে এই কিংবদন্তি ক্রিকেটারকে।

ধারাবাহিক ব্যর্থ ধোনি-

IPL 2025: নেই দলকে জেতানোর দায়, এই কারণেই CSK'এর একাদশে জায়গা পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি !! 2
MS Dhoni | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস (CSK) এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে চলে গেছে। দলের গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে ভরসা দিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই তারকা ব্যাটসম্যান মূলত নিচের দিকে ব্যাট করতে এসে দ্রুত রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার জন্য পরিচিত। কিন্তু সপ্তম স্থানে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে ব্যর্থ হচ্ছেন ধোনি। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে রান তাড়া করতে নেমে ২৬ বলে অপরাজিত ৩০ রান সংগ্রহ করেছিলেন তিনি। এই রান দলের কোনো কাজে আসেনি। ফলে ২৫ রানে হারের সম্মুখীন হয় চেন্নাই। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষেও ১১ বলে ১৬ রান করে তিনি সমর্থকদের হতাশ করেছিলেন।

Read More : “ধোনি সন্মান হারাচ্ছেন..”, চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তিওয়ারি !!

তবু কেন পাচ্ছেন একাদশে জায়গা?

IPL 2025: নেই দলকে জেতানোর দায়, এই কারণেই CSK'এর একাদশে জায়গা পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি !! 3
MS Dhoni | Image: Getty Images

৪৩ বছর বয়সী ধোনি (MS Dhoni) একের পর এক ম্যাচে ব্যাট হাতে দলকে সাহায্য করতে না পারায় বর্তমানে সমালোচনার মুখে পড়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তিনি ব্যাটিং অর্ডারে থাকলে দলকে আরও সমস্যার মুখে পড়তে হতে পারে। তবুও চেন্নাই সুপার কিংসের (CSK) কর্মকর্তারা ধোনিকে একাদশে জায়গা দিচ্ছেন। উল্লেখ্য এই তারকা ক্রিকেটারের জন্য চেন্নাই সুপার কিংস আইপিএলে এতো জনপ্রিয়তা পেয়েছে। তিনি দলে থাকলে একাধিক কম্পানি চেন্নাইয়ের সঙ্গে নিজেদের ব্র্যান্ড প্রমোশনের জন্য বেশি করে যুক্ত হওয়ার আগ্রহ দেখায়। শুধু ধোনিকে (MS Dhoni) দেখার জন্য স্টেডিয়ামে হাজার হাজার সমর্থক ভিড় জমান। টিভি এবং মোবাইলের পর্দাতেও এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের ব্যাটিং দেখার জন্য কোটি কোটি সমর্থক চোখ রাখেন। ফলে চেন্নাইয়ের এই প্রাক্তন অধিনায়ক ব্যাট হাতে ব্যর্থ হলেও তার মতো জনপ্রিয়তা তারকা ক্রিকেটার প্রতিটি ম্যাচেই ফ্রাঞ্চাইজিকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করে চলেছেন। এই কারণেই তিনি এখনও একাদশে জায়গা পাচ্ছেন বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন।

Also Read: PBKS vs CSK: বাদ ধোনি, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে ভরসা দিতে অভিষেক করতে চলেছেন এই তরুণ ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *