sbi-is-paying-6cr-yearly-to-ms-dhoni
MS Dhoni | Image: Getty Images

IPL 2025: বেশকিছু তারকা ক্রিকেটারের উপস্থিতি আইপিএলের জনপ্রিয়তাকে অনেকটাই বৃদ্ধি করেছেন। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো ক্রিকেটারদের এই টুর্নামেন্টের মঞ্চে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন। তবে সবকিছু ছাপিয়ে প্রতিবছর আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে অন্যরকমের উন্মাদনা লক্ষ্য করা যায়। এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একমাত্র আইপিএলেই অংশগ্রহণ করে থাকেন। এবার এই ৪৩ বছর বয়সী ক্রিকেটেরের অবসরের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: IPL 2025: মরণবাঁচন ম্যাচের আগে আহত KL রাহুল, আশঙ্কার কালো মেঘ দিল্লী ক্যাপিটালস শিবিরে !!

অবসর নিতে চলেছেন ধোনি-

IPL 2025: আর মাত্র একটা ম্যাচ, লিগ পর্বের শেষ ম্যাচেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি !! 1
MS Dhoni | Images: Getty Images

ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে দেশকে অসংখ্য সন্মান এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই তরকা ব্যাটসম্যানের নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৫ বার আইপিএলে ট্রফি জয় করেছে। তবে গত বছর থেকে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) কাঁধে তিনি এই দলের দায়িত্ব তুলে দেন। কিন্তু এই বছর আইপিএল চলাকালীন চোট পাওয়ার কারণে রুতুরাজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ফলে মাঝপথে আবারও ধোনি (MS Dhoni) দলের অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। কিন্তু দলকে সফলভাবে এই বছর টুর্নামেন্টে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেননি। ১৩ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ফলে প্লে অফে পৌঁছাতে পারিনি তারা। ধোনি ব্যাট হাতেও ধারাবাহিকভাবে সমর্থকদের হতাশ করেছেন। চলতি আইপিএলে এই তারকার ব্যাট থেকে ১৩ ম্যাচে এসেছে ১৯৬ রান। ফলে চেন্নাই কর্মকর্তারা ইতিমধ্যেই তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বছরের জন্য দল গুছাতে শুরু করেছে। সূত্র অনুযায়ী এই কারণেই চেন্নাইয়ের লিগ পর্বের শেষ ম্যাচেই ধোনি (MS Dhoni) আইপিএল থেকে অবসর নিতে চলেছেন। ফলে এই কিংবদন্তি ক্রিকেটারকে সন্মান জানানোর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কর্মকর্তারা বলে খবর সামনে এসেছে।‌

চেন্নাইয়ের হতাশাজনক পারফর্ম্যান্স-

IPL 2025: আর মাত্র একটা ম্যাচ, লিগ পর্বের শেষ ম্যাচেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি !! 2
CSK vs RR | Images: Getty Images

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। তারপর তারা পরপর ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে। লখন‌উয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেলেও পরপর চার ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ লিগ পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। ম্যাচে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) এবং ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে চেন্নাই প্রথম ইনিংসে ১৮৭ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। ফলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। উল্লেখ্য ম্যাচে ধোনি (MS Dhoni) ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বলে ১৬ রান করে সমর্থকদের হতাশ করেন। চেন্নাই সুপার কিংস (CSK) লিগ পর্বের শেষ ম্যাচে ২৫ মে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: IPL 2025: তিন ম্যাচের পারিশ্রমিক ৫.২৫ কোটি, এই তারকাকে নিতে কালঘাম ছুটলো মুকেশ আম্বানির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *