IPL 2025: দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে বড় পরিবর্তন চেন্নাই দলে, আবারও অধিনায়ক MS ধোনি !! 1

IPL 2025: এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে ভালোই শুরু করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু পরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে মুখ থুবড়ে পড়েছে হলুদ বাহিনী। আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হবে। তবে তার আগে এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অধিনায়ক হিসেবে ফিরে আসতে চলেছেন বলে জানা যাচ্ছে। এই জল্পনা উস্কে দিয়েছেন খোদ দলের কোচ মাইক হাসি (Michael Hussey)।

অধিনায়কের দায়িত্বে ফিরছেন ধোনি-

IPL 2025: দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে বড় পরিবর্তন চেন্নাই দলে, আবারও অধিনায়ক MS ধোনি !! 2
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসকে (CSK) নেতৃত্ব দিয়ে পাঁচ বার ট্রফি এনে দিয়েছেন। তবে গত বছর তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। নতুন প্রজন্মে তারকা রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) নেতৃত্বের দায়িত্ব পলেও এখনও আইপিএলের প্রতিটি ম্যাচেই চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন ধোনি। ফিল্ডিং সাজানো থেকে দলের প্রতিটি রণকৌশলে তার থাকে তীক্ষ্ণ চোখ। আজ দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে চেপক স্টেডিয়ামে ধোনিকে (MS Dhoni) আবার চেন্নাইয়ের (CSK) অধিনায়ক রূপে মাঠে নামতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাতে চোট পান। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তাই দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে চলেছেন ধোনি।

জল্পনা উস্কে দিয়েছেন মাইক হাসি-

IPL 2025: দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে বড় পরিবর্তন চেন্নাই দলে, আবারও অধিনায়ক MS ধোনি !! 3
MS Dhoni | Image: Getty Images

গতকাল এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) বলদে ‘একজন তরুণ উইকেটকিপার’ দলকে নেতৃত্ব দিতে পারেন বলে উল্লেখ করেছিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি (Michael Hussey)। আসলে তিনি মজার ছলে ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কথাই বলেছেন। মাইক হাসি বলেন, “রুতুরাজ কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন তার ওপর নির্ভর করবে তিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে পারবেন কিনা। ওর হাত এখনও কিছুটা ফুলে আছে। রুতুরাজ যদি খেলতে না পারেন তাহলে আমি জানি না দলকে কে নেতৃত্ব দেবেন। তবে এটা বলতে পারি আমাদের কাছে একজন তরুণ উইকেটকিপার রয়েছেন যার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *