IPL 2025: শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) ম্যাচ দিয়ে ২০২৫ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই মাঝপথে এই বছরের আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস (CSK), রাজস্থান রয়্যালস (RR) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্রতি বছরই আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে উন্মাদনা দেখা যায়। তবে এই বছর ৫ বারের চ্যাম্পিয়নদের হতাশাজনক পারফর্ম্যান্সের পর ধোনির অবসর নেওয়ার জল্পনা আবার সামনে উঠে এসেছে। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: আইপিএলের নাম শুনেই এক পায়ে খাড়া এই শ্রীলঙ্কান তারকা, PSL’কে পাকিস্তানে ছেড়ে এন্ট্রি নিলেন গুজরাটে !!
ধোনির অবসরের জল্পনা-

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতের অন্যতম সফল অধিনায়ক। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধুমাত্র আইপিএলে অংশগ্রহণ করেন। ফলে ৪৩ বছর এই কিংবদন্তিতে চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে এক ঝলক দেখার জন্য দর্শকরা স্টেডিয়ামে ভিড় জমান। কিন্তু এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে চেন্নাইকে ভরসা দিতে পারেননি ধোনি। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) বদলে এই তারকা ক্রিকেটার আবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েও ৫ বারের চ্যাম্পিয়নদের ভাগ্য বদলাতে পারেননি। ফলে ভক্তরা মনে করছেন আইপিএল থেকেও এবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সময় ফুরিয়ে এসেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচের পর এই কিংবদন্তি ক্রিকেটার অবসর নেবেন বলেও জল্পনা সামনে এসেছে। কিন্তু চেন্নাই দলের কর্মকর্তা এবং ধোনির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বার্তা আসেনি। আসলে বর্তমানে এই দলের পরিস্থিতি অনুযায়ী কর্মকর্তারা ভাবছেন ধোনির (MS Dhoni) আরও এক বছর আইপিএল খেলা উচিত। তরুণ ক্রিকেটারদের সঙ্গে একটি শক্তিশালী দল গঠন করেই ধোনি অবসর নেবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শারীরিকভাবেও অনেকটাই স্বাভাবিক রয়েছেন এই তারকা ক্রিকেটার। ফলে সূত্র অনুযায়ী তিনি ২০২৬ আইপিএল খেলবেন।
হতাশ করলো চেন্নাই-

রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে যাত্রা শুরু করেছিল। তারপর ৫ টি ম্যাচে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে চেন্নাই (CSK)। এর মধ্যেই কনুইয়ে চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড মাঠের বাইরে চলে যান। ফলে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আবার ফিরেয়ে আনা হয়। মনে করা হচ্ছিল তিনি দলের দায়িত্ব নিয়ে নতুন দিশা দেখাবেন। কিন্তু ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের লড়াই থেকে বেরিয়ে গেছে চেন্নাই। লিগ পর্বের শেষ দুই ম্যাচে ৫ বারের চ্যাম্পিয়নরা ২০ মে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে এবং ২৫ মে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে মাঠে নামবে।