মহেন্দ্র সিং ধোনির করা সেরা ৫ ইনিংস, জন্মদিনে ফিরে দেখা স্মরণীয় অধ্যায় !! 1

৪) অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান

মহেন্দ্র সিং ধোনির করা সেরা ৫ ইনিংস, জন্মদিনে ফিরে দেখা স্মরণীয় অধ্যায় !! 2
MS Dhoni | Images: Getty Images

২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি থেকে চেন্নাইতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে অন্যতম হাইভোল্টেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন ধোনি (MS Dhoni)। তিনি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেন। ২৪ টি চার এবং ৬ টি ছয় হাঁকিয়েছিলেন তিনি। ঘূর্ণি পিচে তার এই ইনিংস আজও স্মরণীয় হয়ে আছে। এই রানে ভর করে ভারতীয় দল ৮ উইকেটে জয় তুলে নিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *