মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারত তথা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক। ব্যাট হাতে ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও উইকেটকিপার হিসেবে এই তারকা নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। নিচের দিকে ব্যাট করতে এসে দলের জয়ের জন্য ধোনি (MS Dhoni) ধারাবাহিকভাবে নিজের অবদান রেখেছেন। ফলে তাকে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবে চিহ্নিত করা হয়। আজ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৪৪ বছর বয়সে পা দিলেন। ঝাড়খণ্ডের রাঁচিতে ৭ জুলাই ১৯৮১ সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ এই কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে আমরা তার ৫ ঐতিহাসিক ইনিংস নিয়ে কথা বলবো যা ভক্তদের মনে আজও উজ্জ্বল হয়ে আছে।
১) শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩* রান

২০০৫ সালের ৩১ অক্টোবর ভারতীয় দল জয়পুরে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে লঙ্কা বাহিনী ২৯৮ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে ওপেনার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) ৩৯ রানে এবং শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) ২ রানে আউট হয়ে যান। এইরকম পরিস্থিতিতে ৩ নম্বরে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান সংগ্রহ করে ভারতীয় দলকে জয় এনে দেন। এই তারকা ব্যাটসম্যান ১৫ টি চার এবং ১০ টি ছয় হাঁকিয়েছিলেন। এটি একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো উইকেটকিপারের করা সর্বোচ্চ ব্যক্তিগত রান।