IPL 2025: টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই বছর আইপিএলে এখনও পর্যন্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন না করলেও মহেন্দ্র সিং ধোনিকেই (MS Dhoni) এই ব্যর্থতার দায় নিতে হচ্ছে। তবু ৪৩ বছর বয়সেও সমালোচনার মুখে দাঁড়িয়ে মাঠে নেমে লড়াই করছেন তিনি। এর মধ্যেই এক ভাইরাল হওয়া ভিডিওটিতে ভক্তদের জন্য ধোনির আত্মত্যাগের ছবি সামনে এসেছে।
Read More: “আরও অবদান রাখতে…” চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন প্রিয়ান্স, করলেন এই মন্তব্য !!
চোট নিয়ে লড়াই চালাচ্ছেন ধোনি-

গতকাল পাঞ্জাব কিংসের (PBKS) দেওয়া ২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময় ৫ নম্বরে ব্যাট করতে আসেন ধোনি (MS Dhoni)। মাত্র ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই কিংবদন্তি ক্রিকেটারের ব্যাট থেকে আসে ৩ টি ছয় ও ১ টি চার। এর মধ্যেই ড্রেসিংরুমের মধ্যে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি ব্যাটিং করতে যাওয়ার আগে পায়ে একাধিক সুরক্ষার জন্য অতিরিক্ত কভার লাগাচ্ছেন। আসলে ধোনি দীর্ঘদিন হাঁটুর চোটের সমস্যায় ভুগছেন। হাঁটুতে তার অস্ত্রোপ্রচার পর্যন্ত করা হয়েছে। তবু এই তারকা ক্রিকেটার ভক্তদের থেকে নিজের যন্ত্রণা লুকিয়ে রেখে মাঠে নেমে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। এই জন্যই তিনি বিশ্বের অন্যতম সফল একজন ক্রিকেটার।
এখানে দেখুন ভিডিও
ধারাবাহিকভাবে ব্যর্থ চেন্নাই-

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু তারা বর্তমানে পরপর হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৫০ রানে এবং রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৬ রানে হারের পর দিল্লি ক্যাপিটালস (DC) এবং পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে যথাক্রমে ২৫ এবং ১৮ রানে পরাজিত হয়েছে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) দল। এর ফলে চেন্নাই বর্তমানে ২ পয়েন্ট এবং -০.৮৮৯ রান রেটের সঙ্গে পয়েন্ট তালিকায় নবম স্থানে অবস্থান করছে। তারা পরবর্তী ম্যাচে ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে মাঠে নামবে।