Video: পান্থের বোনের বিয়েতে নাচলেন ধোনি ও রায়না, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

চ্যাম্পিয়ন ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর ভারতীয় ক্রিকেট মহলে এখনও উৎসবের আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যেই এবার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina) এক সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা গেল। ‌এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে ঋষভ পান্থের (Rishabh Pant) বোনের বিয়েতে নাচতে দেখা গেছে। সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য পান্থ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন।

পান্থের বোনের বিয়েতে নাচলেন ধোনি ও রায়না-

Video: পান্থের বোনের বিয়েতে নাচলেন ধোনি ও রায়না, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 2
MS Dhoni and Sureh Raina dance at Rishab Pant’s sister’s wedding video viral

ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishabh Pant) চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের পর সোমবার দুবাই থেকে বাড়িতে ফিরেছেন। এরপরেই বোন সাক্ষীর বিয়েতে তিনি পরিবার সঙ্গে যোগদান করেন। পান্থের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ধোনি (MS Dhoni) মঙ্গলবার স্ত্রী সাক্ষীর সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছেন। দেরাদুনে অনুষ্ঠিত পান্থের বোনের বিয়েতে প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকেও (Suresh Raina) তার স্ত্রী সঙ্গে দেখতে পাওয়া যায়। এরপরেই দীর্ঘদিনের বন্ধু ধোনি ও রায়না নাচের তালে মেতে ওঠেন। “দামাদম মস্ত কলন্দর’ গানের সঙ্গে তাদের তালে তালে নাচতে দেখা যায়। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ভাইরাল হয়েছে। উল্লেখ্য আসন্ন ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে (IPL 2025) আবারও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ধোনি (MS Dhoni) মাঠে নামতে চলেছেন।

আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার পান্থ-

Video: পান্থের বোনের বিয়েতে নাচলেন ধোনি ও রায়না, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 3
Rishabh Pant | Image: Getty Images

এই বছর মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ঋষভ পান্থকে (Rishabh Pant) ছেড়ে দেয়। এরপর নিলামে রেকর্ড দামে ২৭ কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) তাকে সই করায়। পান্থ এখনও পর্যন্ত আইপিএলে ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। অন্যদিকে জানুয়ারিতে লখনউ এই তারকা বাঁহাতি ব্যাটসম্যানকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। ২৪ মার্চ পান্থ (Rishabh Pant) পুরনো দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে এই বছর আইপিএলের (IPL 2025) যাত্রা শুরু করবেন। উল্লেখ্য এখনও এই তারকা ব্যাটসম্যান আইপিএলে ১১১ ম্যাচে ৩২৮৪ রান করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *