শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতীয় দলের অন্যতম আলোচিত মুখ। আইপিএলেও (IPL 2025) মঞ্চে দাপটের সঙ্গে নিজের দক্ষতার পরিচয় দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তার স্টাইল এবং ব্যাক্তিত্ব ক্রিকেট মাঠের বাইরেও আলোচনায় থাকে। বর্তমানে চোটের কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে বলিউড অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। গোপনে তারা প্রেমের বন্ধন আরও শক্ত করছেন বলে খবর সামনে আসে। এর মধ্যেই সেই জনপ্রিয় অভিনেত্রী অভিনেতা ধনুষের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে এবার খবর সামনে এল। যা নিয়ে চলছে চর্চা।
Read More: আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !!
শ্রেয়সের প্রমের গুঞ্জন চর্চায়-

সাম্প্রতিক সময় শ্রেয়স আইয়ারের সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুরের (Mrunal Thakur) সম্পর্ক রয়েছে বলে খবর সামনে আসে। গত মাসে রেডিটে একটি অ্যানোনিমাস থ্রেড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় যে গত কয়েক মাস ধরে এই তারকা জুটি গোপনে ডেটিং করছেন। কিন্তু তারা বন্ধু মহলেই এই বিষয়টি সীমাবদ্ধ রেখেছেন। তবে দুজনের কাছ থেকে কোনো অফিসিয়ালি বার্তা সামনে আসেনি।
উল্লেখ্য মৃণাল ছোটো পর্দায় সিরিয়াল থেকে নিজের পরিচয় তৈরি করে উঠে এসেছেন। বলিউডে তাকে ‘সুপার ৩০’, ‘বাটলা হাউস’এর মতো সফল সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। শুধুমাত্র হিন্দি সিনেমাতেই থেমে থাকেননি। দক্ষিণী সিনেমাতেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মৃণাল। ফলে এই সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য এর আগে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) জুটির প্রেমের সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়িয়েছিল।
ধনুষের সঙ্গেও সম্পর্কের জল্পনা-

শ্রেয়সের (Shreyas Iyer) সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্কের জল্পনার মধ্যেই আরও একটি অন্যদিকে সামনে উঠে এসেছে। সূত্র অনুযায়ী এই তারকা ক্রিকেটারের সঙ্গে নয় জনপ্রিয় দক্ষিণী নায়ক ধনুষের (Danush) সঙ্গে সম্পর্কে রয়েছেন মৃণাল। ‘সন অফ সারদার ২’এর প্রিমিয়ারে তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল। দুজন দুজনকে জড়িয়ে ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাদের একাধিক কমেন্টে বার্তা বিনিময়েও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য ধনুষ ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তাদের পরবর্তীতে বিচ্ছেদ হয়। অন্যদিকে এই সমস্ত জল্পনার মধ্যেই মৃণাল ঠাকুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মা তার মাথায় তেল মালিশ করে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, “ওরা বলে, আমি হাসি। এতে আমারই প্রচার হচ্ছে। ফ্রিতে প্রচার পেতে আমার ভালো লাগে।”