সৌরভের বায়োপিকে থাকছে বিশেষ চমক, নাগমার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে !! 1

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে আছেন। তিনি বাঙালির দৃঢ়চেতা মনোভাবকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেছেন। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন অসংখ্য সাফল্য। তবে জীবনের অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে এই তারকাকে এগিয়ে যেতে হয়েছে। দীর্ঘ ক্রিকেট জীবনে ছিল একের পর এক লড়াই। তবে তার আসন্ন বায়োপিকে শুধুমাত্র ক্রিকেট জীবনের লড়াই নয় ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও দর্শকদের সামনে তুলে ধরা হবে। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সঙ্গে এক সময় নাম জড়িয়ে ছিল দক্ষিণী অভিনেত্রী নাগমার (Nagma)। ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকে নাগমার (Nagma) চরিত্রে কে অভিনয় করবেন সেই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামেন এলো।

Read More: TOP3: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!

নাগমার চরিত্রে এই অভিনেত্রী-

সৌরভের বায়োপিকে থাকছে বিশেষ চমক, নাগমার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে !! 2
Sourav Ganguly and Nagma | Images: Instagram

২০০০ সালে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। এই সময় বাংলার মহারাজের সঙ্গে দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী নাগমার (Nagma) সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দুজনেই সেই সময় ‌নিজেদের ক্যারিয়ারে মধ্য গগনে ছিলেন। কেউই সংবাদমাধ্যমে এই বিষয়ে মুখ খোলেননি। ফলে ভক্তদের মধ্যে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং নাগমার সম্পর্ক নিয়ে রহস্য আরও বৃদ্ধি পেয়েছিল।

পরবর্তীকালে নাগমা এই বয়সে সংবাদমাধ্যমে বলেছিলেন, “সবকিছুর আগে ক্যারিয়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই সেই সময় কিছু বিষয় থেকে সরে এসেছিলাম। একসঙ্গে থাকার আগে আবেগের বসে কিছু করার আগে সেই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত।” এই কারণে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে নাগমার (Nagma) বিষয়টিও উল্লেখ থাকতে চলেছে। সূত্র অনুযায়ী এই চরিত্রে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh) বা মৌনি রায়কে (Mouni Roy) দেখতে পাওয়া যাবে। শেষ মুহূর্তের বাছাই পর্বতে বর্তমানে ব্যস্ত আছেন পরিচালক। চিত্রাঙ্গদা বা মৌনি দুজনেই বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। ফলে পর্দায় তারা নগমার চিরত্রে অভিনয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ দেবেন বলে মনে করা হচ্ছে।

শুরু হচ্ছে শুটিং-

সৌরভের বায়োপিকে থাকছে বিশেষ চমক, নাগমার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে !! 3
Sourav Ganguly | Images: Getty Images

সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে এখন থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই তারকা ক্রিকেটারের চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। চর্চায় উঠে এসেছিল রনবীর কাপুর (Ranbir Kapoor), আয়ুষ্মান খুরাণা‌র (Ayushman Khurana) মতো তারকাদের নাম। তবে শেষ পর্যন্ত রাজকুমার রাওকে (Rajkumar Rao) এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রাজকুমার অন্যতম দক্ষ অভিনেতা হিসাবে নিজের পরিচয় তৈরি করেছেন।

এর মধ্যেই সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। জুলাই মাসের শেষ থেকে শুরু হবে ছবির শুটিং। এই সিনেমার পরিচালক বিক্রমাদিত্য মোত‌ওয়ানে (Vikramaditya Motwane) বেশিরভাগ অংশের শুটিং লন্ডনে এবং কলকাতায় শুট করবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) চরিত্রে টলিউডের পরিচিত মুখ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখা যাবে খবর সামনে এসেছে।

Read Also: TOP 3: কোনো ভাবেই ‘ক্যাপ্টেন কুল’ নন MS ধোনি, তিন মুহূর্ত যখন ক্ষোভে ফেটে পড়েছিলেন কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *