এবি ডিভিলিয়ার্স
বিশ্ব ক্রিকেটের পাশাপাশি আইপিএল এও সমান ভাবে জনপ্রিয় হলেন এবি ডিভিলিয়ার্স। ডানহাতি এই প্রাক্তন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান তথা উইকেটকিপার বিশ্ব ক্রিকেটে “Mr 360” নাম পরিচিত তার বিধংসী ব্যাটিংয়ের জন্য। ডিভিলিয়ার্স আইপিএল দল রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরের সাথে যুক্ত আছেন বহু বছর এবং তিনি হলেন সেই দলের নির্ভরযোগ্য প্রথম ৫জন ব্যাটসম্যানদের মধ্যে একজন। ডিভিলিয়ার্স বিধংসী ব্যাটসম্যান হওয়া সত্বেও তার আইপিএল কেরিয়ারে তিনি মোট ৫বার প্রথমবার শুন্য রানে আউট হয়েছেন।