বাংলাদেশ সিরিজের আগেই বড় সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি অলরাউন্ডার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন অবসর !! 1

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ (IND vs BAN)। ভারতীয় দল শাকিব’দের বিরুদ্ধে ২টি টেস্টের মাধ্যমে সিরিজের শুভ সূচনা করতে চলেছে। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত তাদের হোম সিরিজে ইংল্যান্ডের শেষবার মুখোমুখি হয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ল USA’তে বিশ্বকাপ, জিম্বাবুয়ের বিরুদ্ধে T20 সিরিজ এবং শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে দেখা গিয়েছে। সামনে বাংলাদেশ সিরিজের আগেই তুখর অলরাউন্ডার নিলেন বড় সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী (Moeen Ali)। ৩৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমে মন্তব্য করেই তার অবসরের ঘোষণা করেন। ইংল্যান্ডের জার্সিতে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মঈন আলী। বিগত কয়েক মাস ধরে মঈনের ফর্মের ব্যর্থতা দেখা গিয়েছিল।

Read More: IND vs BAN: পাকিস্তান’কে হারিয়ে এবার ভারত’কে চ্যালেঞ্জ বাংলাদেশের, প্রকাশ্যে টাইগার্সদের টেস্ট স্কোয়াড !!

অবসরের ঘোষণা দিলেন মঈন

ENG vs WI, ind vs ban
Moeen Ali | Image: Getty Images

এবার আগামী প্রজন্মের জন্য নিজের ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিলেন মঈন। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের জার্সিতে শেষ অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি, শেষ ১৪ ইনিংসে সর্বাধিক তিনি ৪২ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। অন্যদিকে এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই নিম্নমানের পারফর্মেন্স করেছেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩টি টি-টোয়েন্টি ও ৫টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।

অবসর নিয়ে মুখ খুলে মঈন আলী বলেছেন, “আমার বয়স ৩৭, অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলাম না। অনেক সময় ধরেই ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছি। এবার আগামী প্রজন্মের সময় এসেছে। আমার অধ্যায় শেষ।” আগে বেশ কয়েকবার অবসর নেওয়ার পরেও জাতীয় দলে ফিরেছিলেন আলী, তবে আগে তা না হওয়ার দাবি জানালেন মঈন। মন্তব্য করে তিনি বললেন, “আমি আর আঁকড়ে ধরে থাকতে চাইনা। আর আমি আগামীতে ফিরেও আসতে চাইনা।

কোচ রূপে নতুন ক্যারিয়ার শুরু করেবন মঈন

Moeen Ali, ind vs ban
Moeen Ali | Image: Getty Images

ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্টে ৫ টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি সহ ৩,০৯৪ রান করেছেন মঈন। পাশাপাশি উইকেট নিয়েছেন ২০৪টি। তাছাড়া, ১৩৮ ওয়ানডেতে ২৩৫৫ রান সহ ১১১ টি উইকেট পেয়েছেন। তাছাড়া টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে ১২২৯ রান ও ৫১ উইকেট নিয়েছেন তিনি। অবসর নেওয়ার পর কোচিংয়ে মনোনিবেশ করবেন মঈন। মন্তব্য করে মঈন জানিয়েছেন, “এবার আমি কোচিংয়ে আসতে চাই। এই বিভাগে অন্যতম সেরা হতে চাই। ইংলিশ দলের কোচ ব্রেন্ডন ম্যাককালেমর থেকে অনেক কিছু শেখার আছে, আশা করি সবাই আমাকে ভালো ও মুক্ত চেতনার মানুষ হিসাবেই চিনবে। আমার ক্যারিয়ারে কিছু ভালো দিক আবার কিছু খারাপ দিক গিয়েছে। তবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন সেটাই আমার কাছে যথেষ্ঠ।

Read Also: IND vs BAN: হার্দিককে অধিনায়ক করে টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, রিঙ্কু পেলেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *