নীরাজের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন মনু ভাকের, সংবাদ মাধ্যমে করলেন বড় খোলাসা !! 1

সদ্য সমাপ্ত হয়েছে প্যারিস অলিম্পিক। এই অলিম্পিকে ভারতীয় দলের অবস্থা ছিল খুবই শোচনীয়। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে সর্বোচ্চ দুইটি পদক (ব্রোঞ্জ) জিতেছেন মনু ভাকের (Monu Bhaker)। শুটিং প্রতিযোগিতায় এই সাফল্য এসেছে তার এবং এবারের অলিম্পিকে ভক্তরা নীরাজ চোপড়ার থেকে সোনার আশা করলেও তিনি ফাইনালে আরশাদ নাদিমের কাছে সোনার পদক হারিয়েছেন। তবে, এই দুই তরুণ খেলোয়াড় আগামী দিনেও ভারতকে বেশ আশ্বাস দিচ্ছে পদক জয়ের।

তবে বর্তমান সময় সমাজ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে নিরাজ চোপড়া (Neeraj Chopra) এবং মনু ভাকেরের (Monu Bhaker) সম্পর্কের কথা। সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে মনু ভাকেরের মা’কে নীরজ চোপড়ার সাথে কথা বলতে দেখা গিয়েছে। তারপর নীরাজকে মাথায় হাত রেখে আদর করতেও দেখা যায়। আর এই সব ভিডিও প্রকাশ্যে আসতেই দুজনের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। এবার তার প্রতিক্রিয়া জানালেন মনু ভাকের।

Read More: “কন্যা সন্তানের পিতা হয়েও…” আরজি কর প্রসঙ্গে মন্তব্য না করায় শাহরুখ খানকে নিয়ে নেট মাধ্যমে শুরু হলো চর্চা !!

নীরাজকে নিয়ে মুখ খুললেন মনু

Neeraj Chopra, monu bhaker
Neeraj Chopra | Image: Getty Images

মানুকে (Monu Bhaker) যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে নীরাজ ও তার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই সম্পর্কে তার মন্তব্য কি? এই প্রশ্নটি ও নীরজের নাম শুনেই মনু লজ্জায় লাল হয়ে যান তারপর হাসতে হাসতে মনু বলেন, “আমি বেশি কিছু জানি না, আমি তখন সেখানে (মনুর মা ও নীরাজের আলাপের সময়কালে) ছিলাম না। ২০১৮ সাল থেকে, নীরজ এবং আমি কোনো না কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতায় মিলিত হয়েছি। এ ছাড়া আমাদের কথা বলার তেমন সুযোগ হয় না। আর ইভেন্ট চলাকালীন আমরা খুবই কম কথা বলি। চারিদিকে যে গুজব ছড়িয়েছে, তার কোনও সত্যতা নেই।

এমনকি কিছুদিন আগেই মনু ভাকেরের বাবা কিষাণ ভাকেরের কাছে তাঁর মেয়ের সঙ্গে নীরজের বিয়ের প্রসঙ্গ নিয়ে প্রশ্নটি যখন করা হয় তখন তিনি জানিয়ে দেন, “মনু এখনও ছোট, ওর বিয়ের বয়স পর্যন্ত হয়নি। আমি এখন ওর বিয়ে নিয়ে বেশি ভাবছি না।” অন্যদিকে মনু জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী অলিম্পিকের প্রস্তুতির জন্য আপাতত ৩ মাস বিশ্রামে থাকবেন এবং তারপর থেকেই অবার অনুশীলন চালু করে দেবেন।

Read Also: Monu Bhaker: নীরাজ চোপড়ার সাথে সাত পাক ঘুরতে চলেছেন মনু ভাকের, পিতা রাম কিষান করলেন কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *