দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের হতাশাজনক পরাজয়ের পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের লাল বলের ফরম্যাটে পারফরম্যান্স নিয়ে বেশ প্রশ্ন উঠছে। বিশেষ করে সেই এক বছরের মধ্যে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এই পরাজয়ের পর ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে এমন এক পরামর্শ দিলেন, যা ভারতীয় ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসরের মতে গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটে সফল হলেও লাল বলের ক্রিকেটে দল গঠনের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।
গৌতম গম্ভীরকে পরামর্শ দিলেন পানেসর

তাঁর দাবি, রঞ্জি ট্রফির মতন ঘরোয়া প্রতিযোগিতায় কোচিং করলে গম্ভীর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যেটি আন্তর্জাতিক টেস্টে কাজে লাগবে। অন্যদিকে, প্রোটিয়াসদের কাছে লজ্জাজনক পরাজয়ের পর টেস্ট দলের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম উঠে আসছিল। তবে, বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সব খবর সম্পূর্ণ ভিত্তিহীন। চুক্তি অনুযায়ী গম্ভীরই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পার্জন্ত জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। এই মুহূর্তে কোচ বদলের কোনও পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। আপাতত ভারত গম্ভীরের নেতৃত্বে ঘরের মাঠে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মতন দুর্বল দলকেই হারিয়েছে। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যাবধানে পরাজয় ও ইংল্যান্ডে ২-২ ব্যাবধানে ড্র করেছিল ভারত।
Read More: IPL’কে অপমান করায় পুরস্কার পেলেন ওয়াসিম আকরাম, মহসিন নকভি দিলেন বিশেষ সম্মান !!
শুভমানকে তুলধনা করলেন সাবেক স্পিনার

পানেসর গম্ভীরের বিষয়ে মন্তব্য করে বলেন, “গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটে একজন ভালো কোচ এবং সেখানে তিনি সফল হয়েছেন। তবে, রঞ্জি ট্রফির মতন প্রথম শ্রেণীর ক্রিকেটে যদি তিনি কোচিং করেন তাহলে তিনি উপকৃত হবেন। এখনকার ভারতীয় টেস্ট দলে খুবই দুর্বল, আর এটাই বাস্তব। তিনজন খেলোয়াড়ের একসাথে অবসর নেওয়ার পর সবকিছু ঠিক থাকে না। ভারতকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।” গৌতম গম্ভীরের পাশাপাশি মন্টি পানেসরের সমালোচনার তীর গিয়ে পড়েছে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) দিকে। পানেসরের মতে, শুভমান গিল প্রতিভাবান হলেও আন্তর্জাতিক পর্যায়ে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার মতন মানসিকভাবে এখনও প্রস্তুত নন। শুভমান গিলকে তিনি বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন। বিরাট যেভাবে পারফরম্যান্সের সাথে দলকে নেতৃত্ব দিতেন তাঁর অভাব বোধ হচ্ছে শুভমানের নেতৃত্বে।