'ট্রফি কবে ফিরত দেবে..' PSL'কে এক নম্বর বলায় মহসিন নকভি কটাক্ষ নেটিজেনদের !! 1

ভারতের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল (IPL)। এই টুর্নামেন্টকে টক্কর দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও পিএস‌এলের (PSL) টিআরপি তলানিতে পৌঁছেছে। কিন্তু তা কিছুতেই মানতে চাইছেন না এই দেশের প্রাক্তন ক্রিকেটাররা। বিভিন্নভাবে তারা আইপিএলের মতো টুর্নামেন্টের সমালোচনায় মেতে উঠেছেন। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) পিএস‌এল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে বলে জানালেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি কটাক্ষের মুখে পড়েছেন।

Read More: “যোগ্যতা নেই বিচার করে”, রোহিত-বিরাটের ভবিষ্যতের বিষয়ে অজিত আগারকারকে কটাক্ষ হরভজনের !!

মহসিন নকভির অদ্ভুত মন্তব্য-

Icc, bcci
Mohsin Naqvi | Image: Getty Images

২০১৬ সালে পাকিস্তান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। ২০২৬ সালে এই লিগের ১১ তম মরসুম অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে বিশ্বমঞ্চে প্রচারের উদ্দেশ্যে কর্মকর্তারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি পিসিবির পরিকল্পনায় লর্ডসে একটি রোড-শো আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম (Washim Akram) এবং রামিজ রাজার (Ramiz Raja) মতো তারকা উপস্থিত ছিলেন। তাদের পাশে নিয়ে বোর্ডের প্রধান মহসিন নকভি পিএস‌এল নিয়ে বড়ো ঘোষণা দেন।

তিনি বলেন, “আমার লক্ষ্যটা খুবই স্পষ্ট। পাকিস্তান প্রিমিয়ার লিগকে বিশ্বের সেরা ক্রিকেট লিগ হিসাবে গড়ে তুলতে হবে। আমার পাশে রামিজ এবং ওয়াসিমের মতো কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছেন। তাই আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের এই লক্ষ্য পূরণ হবেই।” অন্যদিকে ওয়াসিম আকরাম‌ও আইপিএলকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “পিএস‌এলের সবচেয়ে সুবিধা হল এই টুর্নামেন্ট ৩৪-৩৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা অনেক লিগ দেখি যেটা তিন মাস ধরে চলছে। ও‌ই সময়ের মধ্যে বাচ্ছারা বড়ো হয়ে যায়‌ কিন্তু টুর্নামেন্ট শেষ হয় না।”

ট্রফি ফেরত দেওয়ার দাবি-

'ট্রফি কবে ফিরত দেবে..' PSL'কে এক নম্বর বলায় মহসিন নকভি কটাক্ষ নেটিজেনদের !! 2
Team India | Image: Getty Images

বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে পিএস‌এলকে (PSL) তুলে আনার জন্য মহসিন নকভির বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছেন। “এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি ফেরত দিন।”, বলে দাবি জানাচ্ছেন ক্রিকেট ভক্তরা। উল্লেখ্য এই বছর এশিয়া কাপে ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টে তারা ৩ বার পাকিস্তানের মুখোমুখি হয়। কিন্তু পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ব্লু ব্রিগেডরা একটি ম্যাচেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেনি।

এরপর ফাইনালে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় শুভমান গিলরা (Shubman Gill)। এই ম্যাচে ব্যাট হাতে তিলক বর্মা (Tilak Varma) ৫৩ বলে গুরুত্বপূর্ণ ৬৯ রান সংগ্রহ করেছিলেন। কিন্তু ম্যাচ শেষে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা ট্রফি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে নেবে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকভি অনৈতিকভাবে ট্রফি এবং মেডেল নিয়ে নিজের হোটেলে ফিরে যান। একাধিক আলোচনা হলেও এখন‌ও ভারতের হাতে ট্রফি আসেনি।

Read Also: ‘জঘন্য একঘেয়ে লিগ…’ IPL’কে নিয়ে অপমানজনক মন্তব্য করে সমালোচনার মুখে ওয়াসিম আকরাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *