টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে নেমে এলো বড়সড় দুঃসংবাদ। ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর্থিক ও ক্রীড়াগত দুই দিক থেকেই বড় ধাক্কা খেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতে, ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ নাকি বাংলাদেশের জন্য একটি থ্রেট বা এখানে নিরাপত্তাজনিত বেশ সমস্যা আছে। দাবি জানিয়ে বিসিবি আরও জানিয়েছে, ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগ রয়েছে।
তবে আইসিসি সেই যুক্তিকে নিমেষের মধ্যে প্রত্যাখ্যান করেছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না। ফলে স্কটল্যান্ডই এবার খেলবে ভারতের মাটিতে। ফলে শুধু একটি টুর্নামেন্ট নয়, একাধিক ভবিষ্যৎ সুযোগ হারাতে চলেছে লিটন- শান্তদের বাংলাদেশ দল। আইসিসি থেকে বিসিবির বার্ষিক আয় আসে প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা, যা মোট আয়ের প্রায় ৬০ শতাংশ। এই অর্থ হারানোর আশঙ্কা এখন বাস্তব। বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ পাবে না কোনও পুরস্কার মূল্যও। এমনকি আইসিসির সাথে বোর্ডের যে তিন মাসের চুক্তি তা সমাপ্ত হতে পারে (২০২৮ সাল পর্যন্ত)।
Read More: “দেশের গদ্দার..” পাকিস্তানি তারকাদের জড়িয়ে ধরায় ইরফান পাঠানকে নিয়ে সমালোচনা সোশ্যাল মিডিয়ায় !!
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বড় ঘোষণা নাকভির

আইসিসি এমন সিদ্ধান্ত নিলে বিসিবির আর্থিক কাঠামোয় এর প্রভাব পড়বে মারাত্মকভাবে। পাশাপাশি সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ বাবদ প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। বিসিবির আর্থিক ভিত্তি যে বড় ধাক্কা খাবে তা বলাই বাহুল্য। বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে পাকিস্তান থেকে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভাইচারা দেখাতে পিছুপা নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, আইসিসি দ্বিচারিতা করছে। এবং আইসিসির নিরপেক্ষতা প্রশ্নের মুখে। পাকিস্তানও কি বিশ্বকাপ বয়কট করতে পারে? এই প্রশ্নে নাকভি জানিয়েছেন, সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের উপর।
পাশাপাশি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি বলেন, “অন্য দেশগুলোও যদি একই ভাবে রুখে দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝতে পারবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।” অন্যদিকে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ড নতুন করে বিশ্বকাপে সুযোগ পেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। গ্রুপ পর্বে স্কটিশ দল খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের বিরুদ্ধে (১৪ ফেব্রুয়ারি)। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের মুখোমুখি হবে। ভারতের মাটিতে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলা তাদের কাছে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে।