ভারতের অপমানে ক্ষেপে উঠলেন মহসিন নকভি, নিলেন চরম সিদ্ধান্ত !! 1

ভারত ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে রাজনৈতিক উত্তেজনা দুই দেশের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময় কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি। এই কারণে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আর একে অপরের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে মাঠে নামবে না বলেই মনে করা হচ্ছিল। হবে সমস্ত জল্পনা উড়িয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) আবারও একে অপরের মুখোমুখি হয়। তবে এই টুর্নামেন্টে একাধিক বিতর্ক পিছু ছাড়েনি। ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন হলেও এখনও হাতে ট্রফি পাইনি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এবার ট্রফি নিয়ে অদ্ভুত নির্দেশ দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)।

Read More: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে নতুন অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব পেলেন ঋষভ পন্থ !!

ট্রফি নিয়ে বিতর্কের সূত্রপাত-

ভারতের অপমানে ক্ষেপে উঠলেন মহসিন নকভি, নিলেন চরম সিদ্ধান্ত !! 2
India vs Pakistan | Images: Getty Images

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বে, সুপার চারে এবং ফাইনাল মিলিয়ে ভারতীয় দল তিনবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। প্রতিটি ম্যাচেই সালমান আলী আঘাদের (Salman Ali Agha) হারিয়ে ব্লু ব্রিগেডরা বিশাল জয় তুলে নেয়। তবে কোনো ম্যাচেই সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এই প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ম্যাচ রেফারির নামে আইসিসির কাছে পর্যন্ত অভিযোগ জানায়।

অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে তিলক বর্মা (Tilak Varma) ম্যাচ জয়ী বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ম্যাচ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান এবং পিসিবি প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না বলে ভারতীয় দলের ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকভি ট্রফি এবং মেডেল নিয়ে হোটেলে ফিরে যান। সেই ট্রফি এখনও ভারতে এসে পৌঁছায়নি।

মহসিন নকভির অদ্ভুত সিদ্ধান্ত-

Asia Cup 2025
IND vs PAK | Image: Getty Images

বিসিসিআই (BCCI) এশিয়া কাপ (Asia Cup 2025) ট্রফি ভারতে আনার জন্য তৎপরতা দেখাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) আয়োজিত সভায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন বিসিসিআই কর্মকর্তারা। কিন্তু এখনও কোনো সমাধান সূত্র মেলেনি। সূত্র অনুযায়ী এবার নকভি ট্রফির বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধানের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে বর্তমানে এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে রয়েছে।

নকভির (Mohsin Naqvi) স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তার নির্দেশ এবং উপস্থিতি ছাড়া ট্রফিটি কারোর হাতে দেওয়া যাবেনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে তার আদেশেই সেটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। পাক ক্রিকেটের এই ব্যক্তিত্ব স্পষ্ট করে দিয়েছেন যে একমাত্র তিনি নিজে বিসিসিআই (BCCI) এবং ভারতীয় ক্রিকেটারদের হাতে ট্রফিটি তুলে দেবেন। এই অদ্ভুত খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা। বর্তমানে ক্রিকেট মহলের রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছেন মহসিন নকভি।

Read Also: রোহিত-বিরাট অবসর নিতেই মাঠে মারা যাচ্ছে BCCI, হচ্ছে কোটি কোটি টাকার লোকসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *