পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেদের পরিচয় তৈরি করলেও সাম্প্রতিক সময় তাদের পারফর্মেন্স তলানিতে এসে ঠেকেছে। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্ব, সুপার ‘৪ এবং ফাইনালে ৩ টি ম্যাচেই তারা ভারতীয় দলের (India vs Pakistan Match) কাছে হারের সম্মুখীন হয়েছে। এর সঙ্গেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) একাধিক সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে রীতিমতো হাস্যকর করে তুলেছে। নিজের দেশেরই সমর্থকদের কাছে তোপের মুখে পড়েছেন নকভি। এবার গুরুত্বপূর্ণ পদ হারাচ্ছেন তিনি।
Read More: এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !!
বিতর্কে মহসিন নকভি-

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সাম্প্রতিক সময় খবরের শিরোনামে রয়েছেন মহসিন নকভি। এই বছর এশিয়া কাপ আয়োজন করার জন্য তিনি দীর্ঘ সমস্যার মধ্যে দিয়ে গেছেন। একাধিক বিতর্কের মধ্যে পড়তে হয়েছে তাকে। ভারত থেকে সরিয়ে নিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার চেষ্টা করা হয়। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে ম্যাচে নেমে কোনোরকম সৌজন্য প্রকাশ করেনি।
সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) হ্যান্ডশেক না করায় ম্যাচ রেফারির নামে পিসিবি অভিযোগ জানিয়েছিল আইসিসির কাছে। এই বিতর্ক ফাইনালে আরও বড়ো আকারে ধরা দেয়। সালমান আলী আঘাদের (Salman Ali Agha) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমাররা মহসিন নকভির থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নকভি দীর্ঘ অপেক্ষা করার পর ট্রফি নিয়ে নিজের হোটেলে চলে যান বলে খবর সামনে আসে। এই বিষয়ে জটিলতা এখনও চলছে।
দায়িত্ব হারাচ্ছেন মহসিন নকভি-

মহসিন নকভি দায়িত্বে থাকাকালীন পাকিস্তান ক্রিকেটের দুরবস্থা ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছেন না। পাক সমর্থকরা ভারতের বিপক্ষে পরপর ৩ বার পরাজয় মেনে নিতে না পেরে পিসিবির বর্তমান চেয়ারম্যানের দিকে আঙ্গুল তুলছেন। একাধিক বিতর্কের মধ্যে পাকিস্তানের মাথা হেঁট হয়েছে বলেও মনে করছেন অনেকেই। এই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে তার অপসারণের দাবি সামনে উঠে এসেছে।
এর সঙ্গেই নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যানের পদ থেকেও সরে যেতে পারেন বলে খবর সামনে এসেছে। সব মিলিয়ে বিপাকের মধ্যে রয়েছেন এই ক্রিকেট কর্মকর্তা। অন্যদিকে সমালোচনায় বিদ্ধ মহসিন নকভিও এখনও মাথা নোয়াতে রাজি নন। পাকিস্তানের অন্যতম এই রাজনীতিবিদ আবারও পুরস্কার বিতরণী আয়োজনের মাধ্যমে এশিয়া কাপ ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে শর্ত দিয়েছেন। তবে এই প্রস্তাব বাস্তবে রূপান্তরিত হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।