এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) জুড়ে ছিল ভারতীয় ক্রিকেট দলের দাপট। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে প্রথম থেকেই বিপক্ষদের ত্রাস হয়ে উঠেছিল ব্লু ব্রিগেডরা। গ্রুপ পর্ব এবং সুপার চারের পর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেও ভারতীয় দল এখনও এশিয়া কাপের ট্রফি হাতে পায়নি। যা নিয়ে চলছে দীর্ঘ টালবাহানা। ভারতীয় দল তাদের অবস্থানে অনড় রয়েছে এবং ক্রিকেটাররা ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। এর মধ্যেই ট্রফি হারিয়ে যাওয়ার খবর সামনে এলো।
Read More: এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !!
ট্রফি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক-

এই বছর কাশ্মীরের পাহেলগামে নিরীহ পর্যটকদের নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পাকিস্তানের যোগসূত্র থাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে প্রতিবেশী দেশকে রীতিমত কোণঠাসা করে দেয়। যার প্রভাব এশিয়া কাপের মঞ্চেও পড়েছে। পাকিস্তানের সঙ্গে যে ম্যাচগুলি খেলা হয়েছে তাতে ব্লু ব্রিগেডরা কোনোরকম সৌজন্য দেখায়নি। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) হ্যান্ডশেক না করায় বিতর্কের সৃষ্টি হয়।
ফাইনালেও একই রকম ছবি ধরা পড়ে। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা সিদ্ধান্ত নেন যে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে কিছুতেই ট্রফি নেবেন না। ফলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। দীর্ঘ অপেক্ষার পর দেখা যায় যে ব্লু ব্রিগেডরা ট্রফি হাতে পাইনি। ফলে সঞ্জু স্যামসন (Sanju Samson), শুভমান গিলরা (Shubman Gill) খালি হাতেই চাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠেন।
এসিসি দপ্তরে নেই ট্রফি-

নিয়ম অনুযায়ী যেহেতু এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি ভারতীয় ক্রিকেটারদের হস্তান্তর করা হয়নি ফলে সেটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সদর দপ্তরে থাকা উচিত। কিন্তু দুবাইয়ের অফিসে নেই টুর্নামেন্টের ঐতিহ্যবাহী ট্রফি। ফলে এক সময় সেটি হারিয়ে গেছে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে সূত্র অনুযায়ী এশিয়া কাপের ট্রফি মহসিন নকভি (Mohsin Naqvi) হোটেলে নিজের হেফাজতে রেখেছেন। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) ট্রফিটি ভারতে নিয়ে আসার জন্য আলোচনা শুরু করেছে।
সূত্র অনুযায়ী কর্মকর্তারা ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সাথে জড়িত অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও তারা কথা বলছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য এই বছর এশিয়া কাপে দুরন্ত ব্যাটিং পারফরমেন্স করে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এছাড়াও বল হাতে নিজের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কুলদীপ যাদব (Kuldeep Yadav) টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।