"আমি জোকার হয়ে গেছি..", ট্রফি বিতর্কে মহসিন নকভির নাকে কান্নায় তৈরি হলো হাস্যকর পরিস্থিতি !! 1

মাঠে বাইরেও বর্তমানে ভারতীয় ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেটের দ্বৈরথ বর্তমানে রীতিমতো চর্চায় রয়েছে। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এটা ব্লু ব্রিগেডদের জন্য বিশাল সাফল্য বলে মনে করছেন অনেকেই। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও এখনও ট্রফি হাতে পায়নি শুভমান গিলরা (Shubman Gill)। বিসিসিআই (BCCI) এই বিষয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ইতিমধ্যেই। এবার মহসিন নকভি‌ (Mohsin Naqvi) নিজেকে জোকারের সঙ্গে তুলনা করে হাস্যকর পরিস্থিতি তৈরি করলেন।

Read More: বাদ সূর্যকুমার, শুভমান গিলকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের জন্য দল ঘোষণা করলো BCCI !!

ট্রফি নিয়ে টানাটানি-

"আমি জোকার হয়ে গেছি..", ট্রফি বিতর্কে মহসিন নকভির নাকে কান্নায় তৈরি হলো হাস্যকর পরিস্থিতি !! 2
IND vs PAK | Images: Getty Images

পাকিস্তান ক্রিকেট দলের এই বছরে এশিয়া কাপ জয়ের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। টুর্নামেন্টে ৩ বারের মুখোমুখিতে সূর্যকুমার যাদবরা ব্যাটে-বলে যোগ্য জবাব দিয়েছে তাদের। কিন্তু মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও সালমান আলী আঘাদের (Salman Ali Agha) সঙ্গে কোনোরকম সৌজন্যতা দেখায়নি ব্লু ব্রিগেডরা। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ক্রিকেট ভক্তরাও। ফলে ভারতীয় ক্রিকেটারদের ভূমিকা সমর্থকদের মন জয় করে নিয়েছে।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর শুভমান গিলের (Shubman Gill) দল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে কিছুতেই ট্রফি নেবে না। দীর্ঘক্ষণ মাঠের মধ্যেই অপেক্ষা করার পর নকভি অদ্ভুতভাবে ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেলে চলে যান। এখনও এই বিষয়ে জটিলতা কাটেনি।

অপমানিত মহসিন নকভি-

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl,bcci, asia cup 2025, এশিয়া কাপ
Mohsin Naqvi | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি ভারতীয় দলের হাতে তুলে দেওয়ার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভা আয়োজন করে। বিসিসিআইয়ের (BCCI) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Rajiv Shukla) তীব্র প্রতিবাদ করে স্পষ্ট জানিয়ে দেন যে এই ট্রফি মহসিন নকভির ব্যক্তিগত সম্পত্তি নয়। এর সঙ্গেই বৈঠকে এসিসি প্রধান জানান তাকে রীতিমতো অপমান করা হয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেন, “মেডেল এবং ট্রফি কখন কবে হস্তান্তর করা হবে সেই বিষয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

নকভি যুক্তি দিয়েছেন যে তাকে অসম্মান করা হয়েছে। তাকে জোকারে পরিণত করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ করেন যে ভারতীয় ক্রিকেটাররা তার কাছ থেকে ট্রফি নেবে না এই বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এই বিষয়ে বিসিসিআই (BCCI) কোনোরকম মেল পর্যন্ত করেননি।” এইরকম পরিস্থিতির মধ্যে নকভি শর্ত দিয়েছেন যে এশিয়া কাপের ট্রফি হস্তান্তরের জন্য আবারও দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে। তবে এই প্রস্তাব বাস্তবে রূপান্তরিত হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Read Also: বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের মাথা হেঁট, সমালোচনার মুখে পদ হারাচ্ছেন মহসিন নকভি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *