পাকিস্তানে ক্রিকেটের অবনতি সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা মাঝেমধ্যে এই খবরের শিরোনামে উঠে আসে। পিসিবি (PCB) প্রধান এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) ক্রিকেট মাঠে একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে সাম্প্রতিক সময় সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তার কর্মকাণ্ড নেটিজেনদের কাছে রীতিমতো মজার খোরাক হয়ে উঠেছে বলাই যায়। ভারত এই বছরের এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হলেও এই ব্যক্তির জন্যই ট্রফি এখনও পর্যন্ত হাতে পাইনি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এবার যুক্তরাজ্যে রীতিমতো অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়লেন নকভি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: “ব্যাটে-বলের বাজিমাত..”, ১০১ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ভারতীয় দলকে !!
নকভির গাড়ি তল্লাশি-

কোনো খোঁজ না পাওয়ার কারণে কয়েক দিন আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জেলের মধ্যে মৃত্যুর অভিযোগ তুলেছিলেন তার আত্মীয়রা। টালবাহানার পর প্রাক্তন এই ক্রিকেটারের সঙ্গে শেষ পর্যন্ত পরিবারকে দেখা করতে দেওয়া হয়। এর মধ্যেই তেহরিক-ই-ইনসাফের দুই নেতা আদিল রাজা এবং শেহজাদ আকবরকে যুক্তরাজ্য থেকে দেশে ফেরানোর জন্য আলোচনা শুরু করেছে পাকিস্তান। এই দুই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এই বিষয়ের জন্য বর্তমানে ইউকে’তে রয়েছেন মহসিন নকভি। এর মধ্যেই এই দেশের পুলিশ কর্মকর্তারা পাকিস্তানি এই মন্ত্রীর সঙ্গে অপমানজনক ব্যবহার করেছেন বলে খবর সামনে এসেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে নকভির গাড়ি যুক্তরাজ্যের বিশেষ নিরাপত্তারক্ষীরা বিভিন্নভাবে খুঁটিয়ে পরীক্ষা করছেন। সূত্র অনুযায়ী তার গাড়িতে বিস্ফোরক, মাদকদ্রব্য জাতীয় কোনো বস্তু আছে কিনা তা খতিয়ে দেখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই ধরনের ব্যবহারে বিশ্বমঞ্চে মুখ পুড়েছে পাকিস্তানের।
দেখুন সেই ভিডিওটি-
ট্রফি নিয়ে পালান নকভি-

এই বছর এশিয়া কাপে ভারতীয় দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল। গ্ৰুপ পর্বে অপরাজিত থেকে সুপার চারে প্রবেশ করে ব্লু ব্রিগেডরা। গ্রুপ পর্বে ভারতের কাছে ৭ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন এবং সূর্যকুমার ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে সুপার ৪’ও পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়ে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) দল। এই ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় শুভমান গিলরা। অভিষেক শর্মা ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
এরপর ফাইনালেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের দাপট অব্যাহত থাকে। চূড়ান্ত ম্যাচে তিলক বর্মা (Tilak Varma) অপরাজিত ৬৯ রান করে দলকে ৫ উইকেটে জয় এনে দেন। তবে পাহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে কোনো ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ব্লু ব্রিগেডরা। নকভি মাঠের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রফি এবং মেডেল নিয়ে হোটেলে ফিরে যান। এখনও পর্যন্ত সেই ট্রফি ভারতে কাছে এসে পৌঁছায়নি।