ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচের মাঝেই দুঃসংবাদ, অবসরের নিলেন ৩৭ বছর বয়সী তারকা !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটি বেশ জমে উঠেছে। দুই দলই তাদের অসাধারণ ছন্দ বজায় রেখেছে। আজকের ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দল। ভারতের পক্ষে অপরাজিত ৬৬ রান বানান কেএল রাহুল, ১০২ রান বানান বিরাট কোহলি এবং ১০৫ রানের ইনিংস খেলেন ঋতুরাজ গাইকোয়ার্ড। ভারত প্ৰথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৫৮ রান বানিয়েছে। চলতি এই ওডিআই ম্যাচের মাঝেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ৩৭ বছর বয়সে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহিত শর্মা (Mohit Sharma)।

অবসরের ঘোষণা করলেন তারকা ক্রিকেটার

Mohit sharma , virat kohli wc 2023
Mohit Sharma and Virat Kohli | Image: Getty Imahea

দীর্ঘদিনের ক্রিকেটযাত্রার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তা দিয়ে অবসরের ঘোষণা করলেন মোহিত। হরিয়ানা নিবাসী মোহিত শর্মা তাঁর ক্রিকেট ক্যারিয়ারকে ‘আশীর্বাদ’ বলে উল্লেখ করেছেন। মোহিত সমাজ মাধ্যমের একটি পোস্টে লিখেছেন, “দেশের জার্সি গায়ে চাপানো থেকে শুরু করে আইপিএল খেলা সবটাই ছিল তাঁর কাছে স্বপ্নপূরণের মুহূর্ত।” পাশাপশি, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “HCA বোর্ডের সহযোগিতা ছাড়া এই যাত্রা এত দূর এগোতই না। বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন অনিরুদ্ধ স্যারের প্রতি, যাঁর পরামর্শ ও ভরসা তাঁর ক্যারিয়ারকে সঠিক দিশা দেখিয়েছেন।

Read More: IND vs SA: “এবার বল তুই গম্ভীর..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শতরানের পর বিরাট কোহলিকে নিয়ে চর্চায় ভক্তদের বার্তা !!

২০১৩ সালে প্রথম বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন মোহিত শর্মা। তিনি ভারতের হয়ে ২৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৩৫টি এবং টি-টোয়েন্টিতে ৬টি উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন এই পেসার। বিশেষ করে এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে ডেথ ওভারে তাঁর দক্ষতা নজর কেড়েছিল সবার। তিনি বিসিসিআই, কোচিং স্টাফ, সতীর্থ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

আইপিএলে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মোহিত

Mohit Sharma, ipl 2024, ind vs sa
Mohit Sharma | Image: Getty Images

তাছাড়া, স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ক্রিকেটীয় চাপের সময়ে তিনি সবসময় পাশে থেকেছেন, সামলেছেন তাঁর মেজাজ এবং মানসিক ওঠাপড়া। আইপিএলে চেন্নাই সুপার কিংস ছাড়াও মোহিত খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস), দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ২০২৩ মৌসুমে গুজরাত টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন তিনি। তাছাড়া ২০২৪ মৌসুমেও ভালো প্রদর্শন করেছিহিলেন তিনি। শেষ বার্তায় মোহিত লেখেন, “খেলার প্রতি ভালোবাসা থেকেই এবার নতুনভাবে ক্রিকেটকে সেবা করতে চাই। মাঠের ইনিংস শেষ হলেও কৃতজ্ঞতা আজীবন থাকবে।

Read Also: বাদ রিঙ্কু, আনফিট গিলকে নিয়েই দঃ আফ্রিকার বিপক্ষে ভারতীয় টি২০ দল ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *