বলিউড তারকার প্রেমে পাগল মোহম্মদ সিরাজ, খুব শীঘ্রই হবে চার হাত এক !! 1

Mohammed Siraj: ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্কের গুঞ্জন বেশ শোনা যায়। শুধু তাই নয়, বলিউড অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের বৈবাহিক সম্পর্ক গড়েও উঠেছে। এই তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে হরভজন-গীতা বসরা, বিরাট-অনুষ্কা, রাহুল-আথিয়া, যুবরাজ-হ্যাজেল সহ বেশ কয়েক তারকা ক্রিকেট তারকাদের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবার এই তালিকায় সম্ভবত নাম লেখাতে চলেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) নাতনি জানাই ভোঁসলের (Zanai Bhosle)। সম্প্রতি একটি জন্মদিনের পার্টিতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যার পর থেকে সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে শুরু হয়েছে।

প্রেমে পড়েছেন সিরাজ

Mohammed Siraj and Zanai Bhosle
Mohammed Siraj | Image: Twitter

সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ২৩ বছরে পা দিলেন। সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিল ভোঁসলে পরিবার। সেই পার্টিতে বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বদের দেখতে পাওয়া গিয়েছে। বলিউড সেলেব দের সাথে সেখানে বেশ কিছু ক্রিকেটারদের দেখতে পাওয়া গিয়েছে। আর সেই পার্টির একাধিক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশ্যে আশা ছবিতে মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দেখতে পাওয়া যাচ্ছে আশা ভোঁসলের (Asha Bhosle) নাতনি জানাই ভোঁসলের (Zanai Bhosle) সাথে। জনাই নিজেই এদিন ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের পার্টির একাধিক ছবি পোস্ট করেছিলেন।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় চমক, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে আবার মাঠে ফিরছেন শিখর ধাওয়ান !!

ভাইরাল হলো সিরাজ-জনাইয়ের ছবি

Mohammed Siraj and Zanai Bhosle
Mohammed Siraj and Zanai Bhosle | Image: Twitter

সেই ছবিতে মোহম্মদ সিরাজ এবং জানাইকে একসাথে দেখা গিয়েছে। দুজনকে বেশ ঘনিষ্ট হতে দেখা গিয়েছে। শুধু একসাথে বসে নয়, তাদেরকে কোনো না কোনো বিষয়ে আলোচনা করতেও দেখা যাচ্ছিল। সিরাজ মুগ্ধ চোখে জানাইয়ের দিকে তাকিয়ে ছিলেন। আর এই ছবি প্রকাশ্যে আসতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। জানাইকে একটি কালো ড্রেসে দেখা যাচ্ছে এবং সিরাজকে কালো পোশাকে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। সদ্য তেইশ বছরে পা রেখেছেন জানাই। খুব শীঘ্রই পরিচালক সন্দীপ সিংয়ের ‘দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন জানাই।

যদিও অন্যদিকে মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) জাতীয় দল থেকে বাদ পড়েছেন। সামনেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাট ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই। আর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সিরাজ। সিরাজের দল থেকে বাদ পড়ার বিষয়ে মন্তব্য করে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছিলেন যে বল পুরানো হলে সিরিজের ধার কমে গিয়েছে তাই দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

Read Also: Mohammed Siraj: গম্ভীরের ফেভারিট হওয়ায় সুযোগ পাচ্ছেন ‘হর্ষিত রানা’, কপাল পুড়ছে মহম্মদ সিরাজের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *