চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মোহম্মদ সিরাজ, এই অভিনেত্রীকে বলবেন ‘কবুল’ !! 1

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মোহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিয়ে সেরে নিতে চাইছেন এই তারকা পেসার। আপাতত জাতীয় দল থেকে বাইরে রয়েছেন তিনি। খেলার মাঠে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়তে হয়েছে সিরাজকে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সিরাজ। তবে ব্যাক্তিগত জীবনে এবার ভাগ্য খুললো সিরাজের। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা পেসার।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিরাজ

Mohammed Siraj and Zanai Bhosle
Mohammed Siraj | Image: Twitter

সম্প্রতি মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অভিনেত্রী মাহিরা শর্মাকে (Mahira Sharma) নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল। আর সেই জল্পনা নাকি এবার সত্যি হতে চলেছে। ইনস্টাগ্রামে ফটো লাইক করা থেকে দুজনের মধ্যে বার্তালাপ শুরু বলে জানা যায়। আসলে, ইনস্টাগ্রামে একটি ফটো আপলোড করেছিলেন মাহিরা, সেই ফটোটি পছন্দ করেছিলেন মোহম্মদ সিরাজ। আর তারপর ইন্সটা তেই নাকি একে অপরকে অনুস্মরণ করতে শুরু করে দেন। টেলিভিশন ও পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হলেন মাহিরা শর্মা (Mahira Sharma)। ব্যাক্তিগত জীবনে একাধিকবার নানান কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কিছুদিন আগেই Big Boss ১৩-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেখানেই আর এক অভিনেতা পরস ছাবড়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও ২০২৩ সালে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। তারপর থেকেই সিরাজের নামে শুরু হয়েছে চর্চা।

অভিনেত্রী মাহিরার সঙ্গে সম্পর্কে জড়ালেন সিরাজ

Mahira sharma, mohammed siraj
Mahira Sharma | Image: Twitter

গত কয়েক দিন আগেই ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে ট্রেন্ডে ছিল। তবে, সেই সম্পর্কে জল ঢেলে দিন জানাই নিজেই। সিরাজকে ‘ভাই’ আখ্যা দিয়ে সমাজ মাধ্যমে স্টোরি শেয়ার করেছিলেন। যার পর সিরাজও জানাইকে ‘সেরা বোনের’ তকমা দিয়েছেন। এরপর সিরাজের সঙ্গে মাহিরার গুঞ্জন শুরু হয়। সূত্রের খবর, খুব জলদি এই জুটির বিবাহ হতে চলেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুজনেই বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও, এই গুঞ্জনের জন্য বাস্তবতা নেই। সমাজ মাধ্যমে প্রকাশ্যে আশা এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলে মাহিরার মা এক সাক্ষাৎকারে জানান, “লোকেরা যা ইচ্ছা বলুক, যেহেতু আমার মেয়ে একজন সেলিব্রিটি তাই এমন গুঞ্জন শোনা যায়। লোকেরা যদি তার সাথে কারোর নাম জড়িয়ে দেয় তা কি আমাদের বিশ্বাস করতে হবে ?

Read Also: Mohammed Siraj: ভাগ্য খুললো মোহম্মদ সিরাজের, জসপ্রীত বুমরাহের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *