প্রেমে পড়েছেন ভারতীয় দলের তারকা পেসার মোহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় দলের তারকা বোলার সিরাজ এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে, তার ব্যাক্তিগত জীবনে প্রেম নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটার সিরাজ এখন বলিউড অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমে পড়েছেন। সিরাজের প্রেমের চর্চা এখন সমাজ মাধ্যমে ভাইরাল। সিরাজের নতুন সম্পর্ক নিয়ে সমাজ মাধ্যম তোলপাড়। ক্রিকেট মাঠে বেশ চিত্তাকর্ষক পারফরম্যান্সের জন্য বিখ্যাত তিনি।
প্রেমে পড়লেন মোহম্মদ সিরাজ
২৯ বছর বয়সী ফাস্ট বোলার সম্প্রতি বলিউড তারকা মাহিরা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে, বিগ বসে থাকাকালীন পারস ছাবড়ার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মাহিরার। এই জুটির সম্পর্ক নিয়ে বেশ কয়েকমাস ধরেই গুজবের বিষয় হয়ে উঠেছিল। তবে, সিরাজ ও মাহিরার কথোপকথন তাদের সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দেয়। ২০২৪ সালের নভেম্বর থেকেই এই জুটির রোমান্স সম্পর্কে জানা গিয়েছে। মাহিরার একটি পোস্টে লাইক করেন সিরাজ, দুজন দুজনকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেন। তারপর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
Read More: “আতশবাজি দেখতে পাওয়া যাবে…” সিরিজ জিতে আপ্লুত সূর্যকুমার যাদব, ম্যাচ শেষে দিলেন এই বয়ান !!
সিরাজ ও মাহিরার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনে ডেট করছেন, যদিও তারা তাদের সম্পর্কের কথা সকলের সামনে আনতে চাইছে না। অন্যদিকে কদিন আগেই আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে সিরাজের প্রেম-চর্চা শুরু হয়েছিল। আসলে সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি ভাইরাল হয়েছিল। যার পর সিরাজ ও জানাইকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। তবে তাদের সম্পর্ক নিতান্তই গুজব বলে ব্যাখ্যা করেছেন।
এই নায়িকার প্রেমে পড়লেন সিরাজ
সোশ্যাল মিডিয়ায় জানাইকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রামে প্রথমেই জানাই সিরাজের সঙ্গে ফটো শেয়ার করে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাশাপাশি, জনাইয়ের সুরে তাল মিলিয়ে সিরাজ লেখেন, “আমার বোনের মতন কোনো বোন নেই, একে ছাড়া আমি থাকতে পারবো না। চাঁদ যেমন তারার মধ্যে থাকে তেমন আমার বোন এক হাজারের মধ্যে একজন।”
সম্প্রতি শেফালি জেরিওয়ালার সঙ্গে একটি পডকাস্টে মাহিরার সঙ্গে পারস ছাবড়া তার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন। বিগ বস শেষ হওয়ার পর তারা লিভ ইনে ছিলেন বলেও জানা যায়। তবে পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও জানান পারস। বর্তমানে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলোও করে দিয়েছেন তাঁরা।